Header Ads

রাজ্যের পরিস্থিতি নিয়ে রিপোর্ট তলব হাইকোর্টের

নজরবন্দি ব্যুরোঃ এবার এনআরসির বিরুদ্ধে রাজ্য জুড়ে চলা তান্ডবের রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। এনআরসি ও ক্যাব বিল আইনে পরিনত হওয়ার পর থেকেই প্রতিবাদের আগুনে দাউ দাউ জ্বলছে বাংলা। কোথাও কোথাও ট্রেনে ও বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদের নামে তান্ডব কে কড়া ভাষায় সমালোচনা করেন তিনি। সবাইকে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের ডাক দিয়েছিলেন। কিন্তু তারপরেও অব্যাহত হিংসা।
এই প্রেক্ষিতে সোমবার কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। মামলাকারি এই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন। এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্ট বিষয়টি নিয়ে রাজ্যকে রিপোর্ট তলবের নির্দেশ দেয়। বিক্ষোভের নামে রাজ্যজুড়ে চলা তাণ্ডবে ক্ষয়ক্ষতি হয়েছে রেল ও কেন্দ্র সরকারের একাধিক প্রকল্পে। এদিন হাইকোর্টে জনস্বার্থ মামলার শুনানিতে বিচারপতিদের বেঞ্চ জানিয়ে দেয় কেন্দ্র ও রেলকে এই মামলায় সংযুক্ত করার কথা জানিয়ে দেয় কলকাতা হাইকোর্ট। সোমবারের পর শুনানির দিন ঠিক হয়েছে বুধবার। আর তার মধ্যেই রাজ্যকে রিপোর্ট তলব করতে বলেছে কলকাতা হাইকোর্ট।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.