Header Ads

কোটি টাকার মাদক পাচার করতে গিয়ে কলকাতা পুলিশের জালে ৩ পাচারকারী

নজরবন্দি ব্যুরোঃ কয়েক কোটি টাকার নিষিদ্ধ মাদক দ্রব্য পাচার করতে গিয়ে কলকাতা পুলিশের জালে ৩ পাচারকারী। বড়দিনের সকালেই তিনজনের ওই মাদক পাচারের গ্যাং কে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ঘটনাটি ঘটেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফরেন ট্রেড-সংলগ্ন চৌবাগা ক্যানাল সাইড রোডে। ধৃতদের কাছ থেকে প্রচুর নিষিদ্ধ নেশার দ্রব্য ও ট্যাবলেট উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃত মহঃ পাশমুদ্দিন, মহঃ আমির খান ও সৈয়দ কাজু দেওয়ান। এদের মধ্যে পাশমুদ্দিন উত্তর দিনাজপুরের বাসিন্দা। আমির মনিপুরের ও কাজু দেওয়ান অসমের বাসিন্দা। পুলিশ জানিয়েছে আমির ও কাজু দুজনের নামে এর আগেও একাধিকবার মাদক পাচারের অভিযোগ রয়েছে। দুজনেই দাগী পাচারকারী হিসেবেই পরিচিত। গোপন সূত্রে পুলিশ জানতে পারে এদিন মহানগরীর বুকে কয়েক কোটি টাকার নেশার দ্রব্য হস্তান্তর হয়ে অন্য রাজে পাচার করার চেষ্টা চালাচ্ছে পাচারকারীরা।
 খবর পাওয়া মাত্রই তৎপর হয়ে ওঠে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স শাখা। ঘটনাস্থলের কাছেই ফাঁদ পেতে বসে থাকেন পুলিশ কর্মীরা। বেস কিছুক্ষন পরই বড় ব্যাগ নিয়ে ৩ জনকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ। তাদের আচরণে সন্দেহ হওয়ায় পুলিশ কর্মীরা তিন জনকে ঘিরে ফেলেন। শুরু হয় তল্লাশি। তাদের জিম্মা থেকে উদ্ধার হয় ১ কেজি হেরোইন, ১৩ কেজি অ্যামফেটামাইন নিষিদ্ধ মাদক। প্রচলিত নাম ‘ইয়াবা’। লক্ষাধিক ট্যাবলেট। উদ্ধার হওয়া নেশাদ্রব্য গুলির আনুমানিক বাজারমূল্য কয়েক কোটি টাকা। ধৃতদের জেরা করে এই চক্রের মূল পাণ্ডাদের নাম জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। সেই সঙ্গে এই পাচার চক্র কলকাতা ছাড়িয়ে রাজ্যের বাইরে কোন কোন যায়গায় সক্রিয় হয়ে উঠেছে সে বিষয়েও জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.