Header Ads

এনআরসি নিয়ে জ্বলছে আসাম! তাই ক্ষুব্ধ, হতাশ গায়ক পাপন বাতিল করলেন দিল্লির অনুষ্ঠান।

নজরবন্দি ব্যুরোঃ নাগরিকত্ব বিল ঘিরে তাঁর নিজের রাজ্য জ্বলছে, আগুনে পুড়ছে গুয়াহাটি। এই পরিস্থিতিতে দিল্লির অনুষ্ঠান বাতিল করবেন বলে ঘোষণা করলেন জনপ্রিয় গায়ক পাপন। দিল্লির ইম্পারফেক্টো শোরে শুক্রবার এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল। সদ্য এনআরসি হয়েছে অসমে। বুধবার সংসদে নাগরিকত্ব বিল পেশ হতেই অগ্নিগর্ভ হয়ে ওঠে অসমের পরিস্থিতি। বিক্ষুব্ধ মানুষ কারফিউ মানছে না। রাস্তায় নেমে চলছে বিক্ষোভ। অসমের এই খবরে রীতমতো ক্ষুব্ধ, দুঃখিত, জনপ্রিয় গায়ক পাপন ।
 তিনি বলেন “অসমের পরিস্থিত দেখে আমি হতবাক, সহ্য করতে পারছি না । খুব হতাশ ও দুঃখজনক ঘটনা । এটা আমাদের প্রাপ্য নয়। অসমের মানুষকে বুঝতে হবে । আমাদের কণ্ঠকে রোধ করা যাবে না”। তিনি আরও বলেন “প্রিয় দিল্লি, আমি ভীষণ দুঃখিত। কিন্তু আমি আগামীকাল ইম্পারফেক্টো শোরে অনুষ্ঠান বাতিল করেছি। আমি মানসিক দিক থেকে ভালো নেই। এই অবস্থায় গান গাওয়া খুব কঠিন ।এর জন্য ক্ষমা চাইছে। ভবিষ্যতে অবশ্যই ফিরব পুরনো অবস্থায়”।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.