Header Ads

এবার ওয়েব সিরিজে“ফেলুদা”কে নিয়ে কাজ করতে চলেছেন সৃজিত।

নজরবন্দি ব্যুরোঃ এই প্রথম “ফেলুদা”কে নিয়ে কাজ করতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। তবে সিনেমা নয় মিত্তির মশাইকে ওয়েব ফরম্যাটে আনছেন পরিচালক। সিরিজের নাম ‘ফেলুদা ফেরত’ যেখানে থাকবে ফেলুদার দুটি গল্প ‘ছিন্নমস্তার অভিশাপ’ ও ‘যত কাণ্ড কাঠমাণ্ডুতে’ এর উপস্থাপনা। সৃজিতের বহু দিনের ইচ্ছে ছিল 'ফেলুদা' নিয়ে কাজ করার। এবার সেই প্রত্যাশাপূরণ হতে চলেছে আড্ডাটাইমসের হাত ধরে। সেই সিরিজের পোস্টার এবার শেয়ার করলেন সৃজিত তাঁর ফেসবুক পেজে।
 কিন্তু কে হবেন সৃজিতের ফেলুদা? সে নিয়ে এখনও কিছু চূড়ান্ত করেননি পরিচালক। তবে তিনি জানিয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, টোটা রায়চৌধুরী এবং ইন্দ্রনীল সেনগুপ্ত। এই তিন জন অভিনেতাকে নিয়ে ভাবছেন তিনি। তবে জটায়ুর ভূমিকায় দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে সেটা মোটামুটি ফাইনাল করে ফেলেছেন পরিচালক। আর হাঁ তোপসে কে করবেন? না সেটাও এখনও ঠিক করে উঠতে পারেননি সৃজিত।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.