পার্থর বাড়ির দিকে প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ মিছিল, মিছিল আটকালো পুলিশ।
নজরবন্দি ব্যুরো: বাঘাযতীন মোড়ে শিক্ষকদের বিক্ষোভ মিছিল আটকে দিল পুলিশ। বুধবার রাজ্যের প্রাথমিক শিক্ষকেরা পে ব্যান্ড বৃদ্ধির দাবিতে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। যাদবপুর এইট বি বাস স্ট্যান্ড থেকে প্রাথমিক শিক্ষকদের বিক্ষোভ মিছিল রাজ্যের শিক্ষামন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। লক্ষাধিক প্রাথমিক শিক্ষকদের এই বিক্ষোভ মিছিল বাঘাযতীন মোড়ে আসতেই পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকে দেয়। বিক্ষোভরত প্রাথমিক শিক্ষকদের বক্তব্য, বিগত দিনে অনশন করে গেড পে বাড়াতে সক্ষম হয়েছিল রাজ্যের প্রাথমিক শিক্ষকেরা। ২৬০০ টাকা থেকে বেড়ে প্রাথমিক শিক্ষকদের গেড পে হয় ৩৬০০ টাকা।
বিক্ষোভরত প্রাথমিক শিক্ষকদের দাবি, গেড পে বাড়লেও পে ব্যান্ডের ক্ষেত্রে কোনও বদল হয়নি। অর্থাৎ বেতনের বেসিক পে বৃদ্ধি পায়নি। এরফলে রাজ্যের প্রাথমিক শিক্ষকেরা কয়েক হাজার টাকা কম পাচ্ছেন। গেড পে বেড়েছে ৩০০ টাকা।রাজ্যের বিক্ষোভরত প্রাথমিক শিক্ষকেরা দাবি করেছেন, ইতিমধ্যেই রাজ্যের শিক্ষামন্ত্রীর সঙ্গে এই বিষয় নিয়ে কথা হয়েছে। শিক্ষামন্ত্রী এবং দফতরের আধিকারিকেরাও তাদের দাবিগুলোর বিষয়ে সহমতের অবস্থান নিয়েছিলেন। কিন্তু এরপরেও কোন সমাধান সূত্র বের হয়নি। তাই আজকে বাধ্য হয়ে রাজ্যের কয়েক লক্ষ শিক্ষক রাস্তায় নেমেছে বিক্ষোভ প্রদর্শনের জন্য।
Loading...
কোন মন্তব্য নেই