Header Ads

টেলি আকাদেমি অ্যাওয়ার্ডের পাল্টা শ্যামাপ্রসাদ বঙ্গীয় সম্মান! টলিউডে হানা বিজেপির।

নজরবন্দি ব্যুরো: শনিবার বিজেপির সদ্য গজিয়ে ওঠা টালিগঞ্জের স্টুডিও পাড়ার সংগঠন 'বঙ্গপ্রয়াস' বাংলা চলচ্চিত্র জগৎ এর খ্যাতনামা অভিনেত্রী মাধবী মুখার্জীকে 'শ্যামাপ্রসাদ বঙ্গীয় সম্মানে' সংবর্ধিত করল। এই সংবর্ধনা মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি নেতা মুকুল রায় এবং কৈলাশ বিজয়বর্গীয়। শনিবার সন্ধ্যেতে সল্টলেকের ইজিসিসি মঞ্চে অভিনেত্রী মাধবী মুখার্জী সহ আরোও বেশকিছু অভিনেতাকে সংবর্ধিত করা হয়। টালিগঞ্জের স্টুডিও পাড়াতে বিজেপি সমর্থিত এই অনামী সংগঠন বঙ্গপ্রয়াস গত সেপ্টেম্বরে পথ চলা শুরু করেছে।
বেশ কয়েকমাস আগে বিজেপিতে একঝাঁক অভিনেতা অভিনেত্রী বিজেপিতে নাম লিখিয়ে ছিল। স্টুডিও পাড়ায় তৃণমূলের সিন্ডিকেট রাজ নিয়ে মুখ খুলেছিল এই শিল্পীরা। শিল্পীদের বক্তব্য ছিল, তৃণমূলের ছত্রছায়ায় থাকলে স্টুডিও পাড়ায় কাজ পাওয়া যায়। আর বিরুদ্ধে মুখ খুললেই কাজ না দিয়ে বসিয়ে রাখা হয়। লাইট, ক্যামেরা, সাউন্ড, অ্যাকশনের দুনিয়ায় বঙ্গপ্রয়াস কতটা দাগ কাটতে পারবে সে তো সময়ই বলবে। আপাতত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের 'টেলি আকাদেমি অ্যাওয়ার্ড' পাল্টা হিসেবে বিজেপির বঙ্গপ্রয়াস সংগঠন শ্যামাপ্রসাদ বঙ্গীয় সম্মানে শিল্পীদের সংবর্ধিত করে বুঝিয়ে দিল টালিগঞ্জের স্টুডিও পাড়াতে রাজনৈতিক জমি দখল করতে মরিয়া রাজ্যের গেরুয়া শিবির।
দেখুন কিছু ছবি।



No comments

Theme images by lishenjun. Powered by Blogger.