Header Ads

রবিবার বাংলাদেশের বিরুদ্ধে খেলছে রোহিত, অভিষেক হচ্ছে শিবম দুবের।

নজরবন্দি ব্যুরো: ফিরোজ শাহ কোটলাতে বাংলাদেশের বিরুদ্ধে টিম ইন্ডিয়াকে মাঠে দাঁড়িয়ে নেতৃত্ব দিতে দেখা যাবে অধিনায়ক রোহিত শর্মাকে। টাইগারদের বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজে বিরাট কোহলি বিশ্রামে। টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে নেতৃত্ব দিতে দেখা যাবে ক্যাপ্টেন কোহলিকে। আসলে শুক্রবার, হিটম্যান রোহিত শর্মা নেটে ব্যাট করে 'থ্রো ডাউন' বিশেষঞ্জ শ্রীলঙ্কার নুয়ানের কাছে বাংলাদেশের বাঁ হাতি বোলার মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে পাল্লা দেওয়ার জন্য ঘাম ঝরাচ্ছিলেন।
আচমকাই একটা বল রোহিতের তলপেটে গিয়ে আঘাত করে বসে। নেট ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যান মুম্বইকর। প্রাথমিক চিকিৎসা করে টিমের মেডিকেল টিম। পরে মেডিকেল টিম জানিয়ে দেয়, রোহিত শর্মার চোট গুরুতর নয় রবিবার দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নেতৃত্ব দিতে দেখা যাবে রোহিত শর্মাকে। শুক্রবার ভারতীয় ক্রিকেট দলের অনুশীলনের সময় দেখা গিয়েছে সঞ্জু স্যামসন ফ্লিডিং করছে। আর ঋষভ পহ্ন কিপিং গ্লাভস পরে কিপিং গ্লাভস পরে অনুশীলন সেরে নিচ্ছে। এই চিত্র থেকে স্পষ্ট উইকেটের পিছনে ঋষভ দাঁড়াবে, সঞ্জু স্যামসন ব্যাটসম্যান হিসেবে দলে থাকবে।
ঘরোয়া ক্রিকেটে শিবম দুবে আক্রমণাত্মক ব্যাটসম্যান হিসেবে নজর কেড়েছে। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টি ২০ ম্যাচে অভিষেক ঘটতে চলেছে শিবমের। এদিকে দিল্লিতে বায়ুদূষণের জেরে স্বাস্থ্য জনিত জরুরি অবস্থা জারি হয়েছে। তাই ক্রিকেটারেরা বেশিক্ষণ অনুশীলন করেনি। বাংলাদেশের ক্রিকেটারেরা মাস্ক পরে করেছে অনুশীলন। রবিবাসরীয় টি ২০ ম্যাচের আগে ফুটছে দেশের রাজধানী। পরিসংখ্যান্রর ফিকে চোখ বোলালে দেখা যাবে মোট ৮ বার দুই দেশ টি ২০ ম্যাচ খেলেছে, টাইগারদের হাতে একবারও জয় আসেনি। সাকিবহীন বাংলাদেশ কি পারবে বিরাটহীন রোহিতের ভারতকে হারিয়ে পরিসংখ্যানের পাতায় নাম লেখাতে?
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.