Header Ads

আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা মামলা; লড়বেন সুকি। আশায় বাংলাদেশ।

নজরবন্দি ব্যুরোঃ রোহিঙ্গা ইস্যু এবার গড়াচ্ছে আন্তর্জাতিক মঞ্চের আইনি লড়াইতে, প্রস্তুত মায়ানমার। উল্লেখ্য, কদিন আগেই আন্তর্জাতিক আদালতে(ICJ) মায়ানমারের বিরুদ্ধে মামলা করেছিল গাম্বিয়া। আন্তর্জাতিক আদালতে ৪৬ পাতার অভিযোগপত্র জমা দিয়েছে ওই দেশ, যেখানে উল্লেখ করা হয়েছে মায়ানমারের রাখাইন প্রদেশে বসবাসরত রোহিঙ্গাদের কিভাবে নির্বিচারে খুন, ধর্ষন করে তাঁদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে।
সূত্রের খবর একমাসের মধ্যেই এই মামলার শুনানি হবে, ১০-১২ই ডিসেম্বর দুই দফায় শুনানি হতে পারে।
 মায়ানমারের পক্ষে এই মামলা লড়ার জন্যে আং সান সু কি’র নেতৃত্বে একটি টিম গঠন করা হয়ছে।
প্রসঙ্গত, ২০১৭ সালের আগষ্ট মাসে রোহিঙ্গাদের ফেরত নিতে বাংলাদেশের সাথে চুক্তি স্বাক্ষর করেছে মায়ানমার।
তারপরেই ৫৫ হাজার রোহিঙ্গা-র তথ্য মায়ানমারের হাতে তুলে দিয়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক আদালতে মামলা গড়ানোয় বাংলাদেশ আশা করছে আগামী কয়েকমাসের মধ্যেই রোহিঙ্গাদের ফেরত পাঠানো যাবে।কারন রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে অর্থনৈতিক ভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ।
অন্যদিকে রোহিঙ্গারা চাইছে না দেশে ফিরতে, তাঁরা চাইছে বাংলাদেশের নিরাপদ আশ্রয়!

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.