রাজ্যে বাড়তে চলেছে জেলার সংখ্যা। ভাগ হতে পারে মালদা, মুর্শিদাবাদ।
নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে আবার বাড়তে চলেছে জেলার সংখ্যা। দার্জিলিং এবং জলপাইগুড়ির পর এবার মালদা এবং মুর্শিদাবাদ। এবার এই ৪ জেলাকে ভেঙে ৪টি জেলা করারা পরিকল্পনা রয়েছে সরকারের। পরিকাঠামো তৈরির পর পুলিশ জেলাকেই জেলার মর্যাদা দেওয়া হবে। সুত্রের খবর জঙ্গিপুরকে নতুন পুলিশ জেলা হিসেবে ভেবেছে সরকার। জঙ্গিপুর, লালবাগ,সদর, কান্দি, ডোমকল।এই পাঁচ মহকুমার ভৌগলিক অবস্থান অনুযায়ী, উত্তরে পড়ছে জঙ্গিপুর এবং লালবাগ। প্রাথমিকভাবে এই দুটি মহকুমাকে নিয়েই জঙ্গিপুর পুলিশ জেলা তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই দুটি মহকুমার থাকবে ১২ টি ব্লক। অন্যদিকে সদর, কান্দি, ডোমকল থাকবে মুর্শিদাবাদে। এই তিনটি মহকুমায় থাকবে ১৪টি ব্লক।অন্যদিকে মালদহ জেলাকে উত্তর ও দক্ষিণে ভাগ করার প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। এই জেলাতে দুটি মহকুমা, মালদহ সদর এবং চাঁচল। মালদহ সদরে ৯ টি ব্লক রয়েছে অন্যদিকে চাঁচলে রয়েছে ছটি ব্লক। সূত্রের খবর পুলিশ জেলা তৈরির পর পুলিশ সুপার নিয়োগ করা হবে জেলাগুলির। এরপর থানাগুলির পুনর্গঠন করা হবে। তবে জেলাশাসক একজনই থাকবেনষ পরিকাঠামো তৈরির পর আলাদা জেলাশাসক নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে।
Loading...
কোন মন্তব্য নেই