LIC মাসিক প্রিমিয়াম ৫১৮ টাকা, বদলে পেতে পারেন ৪ লক্ষ টাকা।
নজরবন্দি ব্যুরো: ভারতের সবথেকে বড় জীবনবিমা সংস্থা নিয়ে আসলো আকর্ষণীয় বিমা প্রকল্প। মাস গেলে দিন ৫১৮ টাকা প্রিমিয়াম। ধারাবাহিকভাবে এই বিমা প্রকল্প চালু রাখতে পারলে উপভোক্তা পেতে পারেন ৪ লক্ষ টাকার বেশি মুনাফা। এই প্ল্যান শেয়ার বাজারের সঙ্গে যুক্ত নয় দাবি করেছে LIC কর্তৃপক্ষ। বিমাকারী উপভোক্তার মৃত্যু হলে কিংবা বিমার মেয়াদ উত্তীর্ণ হলে বিমায় নমিনি যার নামে আছে, সেই ব্যক্তি বেনিফিট পেতে পারেন। নমিনি বা পলিসি হোল্ডার বোনাস পেতে পারেন। ৮ থেকে ৫৯ বছর বয়সী যেকোন ব্যক্তি এই বিমা প্রকল্প গ্রহণ করতে পারে। আবেদনকারী বিমা উপভোক্তার বয়স ৭৫ হলেই এই বিমা প্রকল্প থেকে বেনিফিট পেতে পারেন। এই পলিসি ১৬ থেকে ২৫ বছর ধারাবাহিক এবং নিরবিচ্ছিন্নভাবে চালাতে হবে বিমা উপভোক্তাকে। এই বিমা প্রকল্পে অন্তত পক্ষে ২ লক্ষ টাকা দিতে হবে। সর্বচ্চো কোন সীমা নেই।
এই প্রকল্পে দুর্ঘটনাজনিত মৃত্যু কিংবা অক্ষম হয়ে পড়লেও সুবিধা পেতে পারেন। এই বিমা প্রকল্প ১৬, ২১, ২৫ বছর মেয়াদের। এই বিমা প্রকল্পে সুরক্ষার সঙ্গে নির্দিষ্ট ফেরতমূল্য রয়েছে। তিন বছর প্রিমিয়াম দেওয়ার পর লোনের সুবিধা রয়েছে। দুর্ঘটনাজনিত মৃত্যু কিংবা অক্ষম হয়ে পড়লে সুবিধা পাওয়া যাবে। আয়কর আইনের ৮০ সি ধারায় কর ছাড়ের সুবিধা রয়েছে। মেয়াদ পূরণ হলে আয়কর আইনের ১০ ডি ধারায় সুবিধা। যদি বিমাকারী পুরো প্রিমিয়াম দেওয়ার পরে স্বাভাবিক মৃত্যু হয় তাহলে বিমাকারীর পরিবার পাবেন মৃত্যুকালীন সুবিধার সঙ্গে সাধারণ রিভার্সনারি বোনাস, ফাইনাল অয়্যাডিশন বোনাস। এই সুবিধা ১০৫ শতাংশের কম নয়। পলিসি হোল্ডার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও জীবিত থাকেন এবং পুরো প্রিমিয়াম দিয়ে থাকেন তাহলে তিনি সাধারণ রিভার্সনারি বোনাসের সঙ্গে পেতে পারেন ফাইনাল অয়্যাডিশন বোনাস।

Why do such information are being published where there is no specific information about policy...waste of time.
ReplyDelete