' শেষ ইচ্ছা' প্রিয় গায়ককে ছুঁয়ে দেখা, কাজ ফেলে ছুটে এলেন রূপম!
নজরবন্দি ব্যুরোঃ রক গায়কের ফ্যানেরা তাকে নিয়ে এতটাই পাগল যে,বাংলার যে প্রান্তেই ফসিলস্ এর শো অথবা রূপম থাকে, তারা শতবাধা টপকে হলেও পৌঁছে যান তাদের ভগবান রূপম এর কাছে তেমনই এক রূপমপ্রেমী ফ্যান ছিলেন বছর উনিশের কিরণ,মাত্র উনিশ বছরের এই কলেজছাত্র ক্যানসারের সাথে লড়াইয়ে পরাস্ত৷ গুণছিলেন জীবনের অন্তিম কটি মুহুর্ত।কল্যাণীর এক হাসপাতালের বিছানায় শুয়ে তার অন্তিম ইচ্ছা ছিলো তার ভগবান রূপম কে একবার ছুঁয়ে দেখা।
রূপমের কাছে কিরণের এমন ইচ্ছের কথা পৌঁছাতেই কল্যাণী ছুটে আসেন তিনি। মৃত্যুশয্যায় রূপমের হাত ধরে প্রবল বেদনাতেও হাসি ফুটে ওঠে কিরণের ঠোঁটে। মারা গেছে কিরণ। রূপম পূরণ করেছেন তার শেষ ইচ্ছেটুকু৷ কিরণের ভালোবাসার ঋণ কখনই শোধ করতে পারবে না ফসিলস্ ফ্যানেদের নিঃস্বার্থ ভালোবাসার জন্যই রূপম আজ এই জায়গায়।
রূপমের কাছে কিরণের এমন ইচ্ছের কথা পৌঁছাতেই কল্যাণী ছুটে আসেন তিনি। মৃত্যুশয্যায় রূপমের হাত ধরে প্রবল বেদনাতেও হাসি ফুটে ওঠে কিরণের ঠোঁটে। মারা গেছে কিরণ। রূপম পূরণ করেছেন তার শেষ ইচ্ছেটুকু৷ কিরণের ভালোবাসার ঋণ কখনই শোধ করতে পারবে না ফসিলস্ ফ্যানেদের নিঃস্বার্থ ভালোবাসার জন্যই রূপম আজ এই জায়গায়।

No comments