ডু আর ডাই ম্যাচের আগে বৃষ্টির ভ্রুকুটি আর পন্থের সমালোচনা।
নজরবন্দি ব্যুরো: বাংলাদেশর বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে ১-০ পিছিয়ে রোহিত শর্মার ভারত। তিন ম্যাচের সিরিজে বৃ্হস্পতিবার রাজকোটে খেলতে নামছে দুই দল। রাজকোটে দ্বিতীয় টি ২০ ম্যাচ খেলতে নামার আগে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। দিল্লির মৌসম ভবন বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে রেখেছে। অন্যদিকে দিল্লিতে প্রথম টি ২০ ম্যাচে ভারতীয় কিপার ঋষভ পহ্নের পারফর্মেন্স এখন স্ক্যানারে। প্রথম টি ২০ ম্যাচে দ্বিতীয় ইনিংসে ভারত রান তাড়া করতে নেমে শিখর ধাওয়ানকে হারিয়েছিল। সেট ব্যাটসম্যান ধাওয়ানকে ঋষভের ভুল কলিং এর খেসারত দিয়ে রান আউট হতে হয়েছিল। আবার প্রথম ইনিংসে ভারতের ফ্লিডিং নেওয়ার সময় ভুল রিভিউ নেওয়ার সিদ্ধান্তেও ভুগতে হয়েছিল।
তাই অস্ট্রেলিয়ার প্রাক্তন উইকেটকিপার অয়্যাডাম গিলকিস্ট ভারতীয় কিপার ঋষভ পহ্নকে পরামর্শ দিতে গিয়ে বলেছে, 'ধোনি হতে যেও না। ধোনির থেকে যতটা পারো শিখে যাও। নিজের সবটুকু দিয়ে সেরা ঋষভ হওয়ার চেষ্টা করে যাও।' টাইগার্সদের বিরুদ্ধে দ্বিতীয় টি ২০ ম্যাচ খেলতে নামার আগে যুজবেন্দ্র চাহল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছে,'আমাদের ওপর টিম ম্যানেজমেন্টের কোন চাপ নেই। শুধু আমরা সজাগ রয়েছি একই ভুলের পুনরাবৃত্তি দ্বিতীয় ম্যাচে না করার ব্যাপারে। ' চাহলের কাছে,' এই সিরিজের প্রথম ম্যাচ অতীত। আমরা যথেষ্ট ইতিবাচক। প্রথম ম্যাচ শেষ হয়ে গিয়েছে। এখন ওই ম্যাচ নিয়ে বসে থাকি, তাহলে মনের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।' চাহলের পরিষ্কার কথা, 'রাজকোটে আসার আগে হারাটা ভুলে এসেছি।'
Loading...
কোন মন্তব্য নেই