সোনার দামে কিছুটা লাগাম, স্বস্তি মধ্যবিত্তের।
নজরবন্দি ব্যুরোঃ সোনা কেনা মধ্যবিত্তদের নাগালের বাইরে, কারণ আকাশ ছোয়া সোনার দাম। কিন্ত আজ কলকাতায় সোনার দামে বড়ো পতন এসেছে। প্রতিটি গ্রামেই সোনা আরও সস্তা হয়েছে। এতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছে মধ্যবিত্তরা। কলকাতায় ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম কমেছে। কলকাতায় ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ৩,৮০৬ টাকা (কমেছে ৫ টাকা), ৮ গ্রামের সোনার দাম ৩০,০৪৪ টাকা (কমেছে ৪০ টাকা), ১০ গ্রাম সোনার দাম ৩৮,০৬০ টাকা ( কমেছে ৬০ টাকা), ১০০ গ্রাম সোনার দাম হয়েছে ৩,৮০,৬০০ টাকা ( কমেছে ৫০০ টাকা)।
একই সাথে ২৪ ক্যারাট সোনার দাম কমেছে। ২৪ ক্যারাটে ১ গ্রামের দাম ৩,৯৫৬ টাকা ( কমেছে ৫ টাকা), ৮ গ্রামের দাম ৩১,৬৪৮ টাকা ( কমেছে ৪০ টাকা), ১০ গ্রাম সোনার দাম ৩৮,০৬০ টাকা ( কমেছে ৫০ টাকা) , ১০০ গ্রাম সোনার দাম ৩,৯৫,৬০০ টাকা ( কমেছে ৫০০ টাকা). সোনার দাম কিছুটা কমায় মধ্যবিত্তদের কাছে একটা সুযোগ এসেছে সোনার বাজারে হাসিমুখে ঘুরে দেখা যেতে পারে।
Loading...
কোন মন্তব্য নেই