Header Ads

কলকাতা- হাওড়া ফেরি সার্ভিস বন্ধ।

নজরবন্দি ব্যুরো: ঘূর্ণিঝড় 'বুলবুল' এর দাপট থেকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে রাজ্য প্রশাসন কলকাতা- হাওড়া ফেরি সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে ৬০ কিলোমিটার বেগে প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা এবং আশেপাশের অঞ্চলে। তাই আগাম সতর্কতা হিসেবে রাজ্য প্রশাসন ফেরি সার্ভিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। হাওয়া অফিস ইতিমধ্যেই জানিয়েছে, ৮ এবং ৯ নভেম্বর শনিবার ও রবিবার ঘূর্ণিঝড় বুলবুলের দাপট কায়েম থাকবে। তাই কোন ঝুঁকি না রেখে রাজ্য প্রশাসন ফেরি সার্ভিস সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে গাছ পড়ে শহরে একজনের মৃত্যুর খবর এসেছে। ঝোড়ো হাওয়ার দাপটে শহরের গাছগুলো রাস্তায় এসে পড়লে যানজট দেখা দিতে পারে। তাই কলকাতা পুরনিগম বড় বড় গাছ রাস্তায় পড়ে গেলে শহরকে যানজট মুক্ত করার জন্য গাছ কাটার বিশেষ মেশিনের ব্যবস্থা করে রেখেছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.