Header Ads

অভিযুক্তদের আইনি সহায়তা নয়! পুলিশি হয়রানির শিকার ধর্ষিতার পরিবার!

নজরবন্দি ব্যুরো: 'ভয় লাগছে'! কোন জায়গায় ঘটনাস্থল? থানার এক্তিয়ারভূক্ত অঞ্চল নির্ধারন করতেই কেটে গেল গোটা রাত। আর এই সময়েই ঘটে গেল হায়দরাবাদে তরুণী চিকিৎসকের সঙ্গে নারকীয় কান্ড। দিল্লির নির্ভয়া কান্ডে বিচারকের রায়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য ভেসে উঠেছিল,'মনোরঞ্জনের বস্তু ছিল নির্ভয়া অপরাধীদের কাছে'। আর এবারেও হায়দরাবাদ ধর্ষণ কান্ডে সারা রাত অপরাধীরা নিজেদের মনোরঞ্জনে ব্যস্ত থেকে গেল, মনোরঞ্জনের পর বিনা বাঁধায় তথ্য প্রমাণ লোপাট করলো। আর হায়দরাবাদ পুলিশ নিজেদের থানার এক্তিয়ার খোঁজা নিয়েই কপাল ঠুকতে থাকলো। ফলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ভুক্তভোগী নির্যাতিতার পরিবার। নির্যাতিতার পরিবারের অভিযোগ, পুলিশ তাদের অভিযোগের গুরুত্ব দেয়নি। উল্টে ঘটনাস্থল অন্য থানার এক্তিয়ারভূক্ত বলে দায় এড়িয়ে গিয়েছে। বুধবার রাতে হায়দরাবাদ পুলিশের ভূমিকা কাঠগড়ায়।

গোটা ঘটনায় হায়দরাবাদ পুলিশের অতি নিষ্ক্রিয়তার কারণে তরুণী চিকিৎসকের জীবনের আলো নিভে গিয়েছে, এমনটাই অভিযোগ নির্যাতিতা পরিবারের। তাই নির্যাতিতা পরিবারের কাতর আবেদন ধৃত চার অভিযুক্ত যেন কোন আইনি সহায়তা না পায়। তেলেঙ্গানার সাধনগরে সামশাবাদের টোল প্লাজার কাছে তরুণী চিকিৎসককে ধর্ষণের পর খুন, শরীরে প্রেট্রল ঢেলে পুড়িয়ে দিয়ে। নারকীয় হত্যাকান্ডে দিল্লির নির্ভয়া কান্ডের ক্ষত দগদগে হয়ে উঠেছে। সঙ্গে প্রশ্ন উঠছে সমাজের রক্ষক পুলিশের ভূমিকা ঘিরে। পুলিশী ব্যবস্থার আমূল সংস্কারে, আধুনিকীকরণের।
শুধুমাত্র ঘটনাস্থল কোন থানার এক্তিয়ারের মধ্যে পড়ে, সিদ্ধান্ত নিতে রাত কেটে গেল! এটা কি হায়দরাবাদ পুলিশের কত্যর্বে গাফিলতি নয়? তদন্ত প্রক্রিয়া প্রথমেই বাধা পেয়েছে পুলিশের অদক্ষতার কারণে, উঠছে প্রশ্ন। থানার এক্তিয়ার খুঁজতে গিয়ে ঘটে গেল নারকীয় অপরাধ, পুলিশের এই ভূমিকা কতটা সমর্থনযোগ্য? নির্যাতিতা পরিবার প্রশাসনের ওপর চাপ বাড়িয়ে দাবি তুলেছে, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে। ফাস্ট ট্র্যাক আদালতে বিচার প্রক্রিয়াকে অন্তভূর্ক্ত করতে হবে। শুনানি দ্রুত শেষ করতে হবে। সঙ্গে নির্যাতিতা পরিবার আবেদন রেখেছে সমাজের কাছে ধৃত অভিযুক্তরা যেন কোন ধরনের আইনি সহায়তা না পায়।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.