Header Ads

নিমঞ্চাপের জেরে কলকাতা ও শহরতলী ভিজলো, কালীপূজোয় বৃষ্টির ভ্রুকুটি।

নজরবন্দি ব্যুরো: সকাল থেকেই আকাশের মুখ ভার হয়েছিল। বুধবার দুপুরের দিকে নিম্নচাপের বৃষ্টিতে ভিজে গেল তিলোত্তমা কলকাতা, সঙ্গে শহরতলী। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা, দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া দফতর থেকে কালীপূজোর দিন বৃষ্টির আশঙ্কাকে একেবারে উড়িয়ে দিচ্ছে না।
পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে সামনের দিনগুলোতে এমন আবহাওয়া বজায় থাকবে হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে। হাওয়া অফিস থেকে জানানো হয়েছে নিম্নচাপের গতিমুখ অন্ধ্রের দিকে। সব মিলিয়ে নিম্নচাপের প্রভাবে রবিবার পর্যন্ত কাঁকভেজা হয়েই সাধারণ মানুষকে চলাফেরা করতে হবে। বুধবার দুপুরে বৃষ্টির জেরে শহর কলকাতায় যানবাহনের গতি কিছুটা শ্লথ হয়েছে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.