Header Ads

ফের সিবিআই- এর তল্প শোভন বৈশাখী কে।

নজরবন্দি ব্যুরো: সারদা মামলায় সিবিআই-এর তলব শোভন চট্টপাধ্যায়কে। সারদা কাণ্ডে তৃণমূলের বহু নেতৃত্বের নাম জরায়। তাদের মধ্যে শোভন চট্টপাধ্যায়ের নামও থাকে। তার ও ডাক পরে সিবিআই দফতরে। শোভন বাবু কলকাতার মেয়র থাকাকালিন একাধিক ট্রেড লাইসেন্সের সন্ধান পান সারদা গ্রুপের কর্ণধার।

এই বিষয় জিঞ্জাসাবাদের জন্য তাকে সিবিআই দফতরে ডেকে পাঠানো হয় শোভন কে। ২০১৯ –এর লোকসভা ইলেকশানের পরে শোভন – বৈশাখী তৃণমূল ছেরে বিজেপি তে পা রাখে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই বিজেপি ছাড়ার কথাও বলেন। সিবিআই দফতর থেকে বেরিয়ে শোভন চট্টপাধ্যায়ে বলেন তিনি শুধু মাত্র তদন্তের স্বার্থেই সিবিআই দফতরে যান। তার চিতফান্ডের সাথে কোনো প্রকারের যোগাযোগ নেই।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.