Header Ads

বিসিসিআই-এর মসনদে বাংলার মহারাজ।

নজরবন্দি ব্যুরোঃ সরকারি ভাবে বিসিসিআই-এর নয়া প্রেসিডেন্ট হলেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। বুধবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় সৌরভকে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। গত ৩৩ মাসের সিওএ জমানার অবসান ঘটিয়ে ভারতীয় ক্রিকেটে শুরু হল সৌরভ গাঙ্গুলি জামানা। সৌরভ ছাড়া আনুষ্ঠানিকভাবে সচিবের পদে আসীন হন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ'র ছেলে জয় শাহ। কোষাধ্যক্ষে হলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরের ছোট ভাই অরুণ সিং ধুমল। ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হলেন উত্তরাখণ্ডের মহিম বর্মা । জয়েন্ট সেক্রেটারি পদে নিযুক্ত হলেন কেরলের জয়েস জর্জ ।
নতুন প্রেসিডেন্ট ও তাঁর টিম এদিন দায়িত্ব নেওয়ার পর সিওএ সদস্যরা এখন অবসরে গেলেন। উল্লেখ্য সৌরভ আগামী ১০ মাসই মাত্র দায়িত্বে থাকতে পারবেন। বোর্ডের নতুন সংবিধান মতে কোনও কর্তা বোর্ডের বিভিন্ন পদ মিলিয়ে সবচেয়ে বেশি ৬ বছর কাজ করতে পারবেন। এর আগে ৫ বছরেরও বেশি সময় ধরে সফলভাবে সিএবি'র দায়িত্ব সামলেছেন সৌরভ। ১০ মাস পর প্রশাসক হিসেবে( সিএবি ও বিসিসিআই) বোর্ডে সৌরভের ছয় বছরের মেয়াদ শেষ হবে। ফলে বোর্ডের নিয়ম অনুযায়ী জুলাইয়ে কুলিং অফ পিরিয়ডে যেতে হবে তাঁকে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.