শাকিবের সঙ্গে ক্রিকেট জুয়াড়ির গোপন কথা ফাঁস।
নজরবন্দি ব্যুরোঃ সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশের ক্রিকেট উত্তাল। সম্প্রতি বাংলাদেশের টেস্ট এবং টি ২০ দলের অধিনায়ক সাকিব আলা হাসান এবং ভারতীয় বুকি দীপক আগরওয়ালের মধ্যে হোয়াটসঅ্যাপ কথোপকথন প্রকাশ্যে এসেছে। এই ঘটনা আইসিসির দুর্নীতি দমন শাখার আধিকারিকদের কাছে গোপন করে যাওয়ার কারণে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা অলরাউন্ডার সাকিবকে আন্তজার্তিক ক্রিকেট থেকে দুই বছরের জন্য নির্বাসিত করেছে। আর এই কথোপকথন এখন হট কেকের মতো চারিদিকে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ঘটনা শুরু ২০১৭ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলার সময়ে সাকিব ঘনিষ্ঠ এক ব্যক্তির কাছ থেকে ভারতীয় বুকি দীপক আগরওয়াল সাকিবের মোবাইল নম্বর নিয়ে নেয়। এরপর ওই জুয়াড়ি সাকিবকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়। মেসেজে লেখা ছিল সে সাকিবের সঙ্গে দেখা করতে চায়। এরপর ২০১৮ সালে বাংলাদেশের মাটিতে ছিল ত্রিদেশীয় ওডিআই সিরিজ। এই সিরিজে শ্রীলঙ্কা আর জিম্বাবোয়ে ছিল। এই সিরিজের ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছিল, ম্যাচের সেরা হয়েছিল সাকিব আলা হাসান। ম্যাচ সেষে ভারতীয় ওই বুকি ফের সাকিবকে হোয়াটসঅ্যাপে অভিনন্দন মেসেজ পাঠায়। ওই মেসেজে লেখা ছিল “আমরা কি এখনই কাজ শুরু করব না আমি আইপিএল পর্যন্ত অপেক্ষা করব।” আইসিসির দুর্নীতি দমন শাখার আধিকারিকদের কাছে এই কথোপকথন যথেষ্ট সন্দেহজনক ঠেকেছে। ‘কাজ শুরু করা’ এই শব্দ হোয়াটসঅ্যাপে মেসেজ থাকায় গোয়েন্দাদের সন্দেহ আরও বেশি করে গাঢ় হয়েছে সাকিবের প্রতি। এই শব্দের ব্যবহার করে ভারতীয় বুকি সাকিবের কাছ থগেকে কোন গোপন তথ্য চেয়েছিল এমনটাই মনে করছে আইসিসির গোয়েন্দারা। সাকিব কিন্তু এই তথ্য আইসিস্র গোয়েন্দাদের আকছে চেপে গিয়েছিল। এই ঘটনার চারদন পরে ভারতীয় বুকি ফের সাকিবকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়। এই সন্দেহজনক হোয়াটসঅ্যাপে মেসেজে লেখা ছিল “ভাই এই সিরিজ নিয়ে কিছু জানাবে?” এই বিষয় নিয়েও সাকিব বিসিবি বা গোয়েন্দাদের কাছে তথ্য চেপে গিয়েছিল। এরপরেও ২০১৮ সালে আইপিএলের ম্যাচ চলার সময়ে ওই ভারতীয় বুকি সাকিবের সঙ্গে যোগাযোগ করে। সাকিবের সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে কিংস ইলেভেন পাঞ্জাব ম্যাচের দিন দেখা করতে চেয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায়। ম্যাচের দিন ভারতীয় বুকি দীপক আগরওয়াল হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় সাকিবের কাছে একটি নির্দিষ্ট ক্রিকেটার ওই ম্যাচে খেলবে কিনা। এরই সঙ্গে ভারতীয় বুকি সাকিবের ডলার অ্যাকাউন্ট তথ্য জানতে চায়। এই সমস্ত হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানোর মাঝেই সাকিব ভারতীয় বুকিকে ‘দেখা করতে চেয়ে’ মেসেজ পাঠিয়ে দেয়। এরপর সাকিব সতর্ক হয়ে যায় আর হোয়াটসঅ্যাপে মেসেজ ডিলিট করে দেয়। সমস্ত ঘটনাই সাকিব বিসিবি বা আইসিসির দুর্নীতি দমন শাখার গোয়েন্দাদের কাছে গোপন রেখেছিল। তথ্য গোপন রাখার কারণে দোষী পেয়ে আইসিসি দুই বছরের জন্য বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে নির্বাসিত করেছে। সাকিব দুই বছর কোন আন্তজার্তিক ক্রিকেট ম্যাচ বাংলাদেশের হয়ে খেলতে পারবে না।
Loading...
কোন মন্তব্য নেই