Header Ads

সুখবর, বেতন কাঠামো পুনর্বিন্যাসের নির্দেশ নবান্নের।

নজরবন্দি ব্যুরো: ১ অক্টোবর রাজ্য সরকার পোষিত সমস্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কর্মীদের  বেতন কাঠামো পুনর্বিন্যাসের জন্য বিঞ্জপ্তি জারি করা হয়েছে। রাজ্যের শিক্ষা দফতরের স্বশাসিত বোর্ডের কর্মীদের বেতন কাঠামো পুনর্বিন্যাসের  বিঞ্জপ্তি জারির ফলে স্বস্তির নিশ্বাস শিক্ষা মহলে।  ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলর ফর হাই সেকেন্ডারি এডুকেশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাস এডুকেশন সহ সমস্ত বোর্ডের কর্মীদের বেতন কাঠামো পুনর্বিবেচনা করুক ষষ্ঠ বেতন কমিশন অর্থ দফতরের তরফে ওই বিঞ্জপ্তিতে বলা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন, আগামী বছর পয়লা জানুয়ারি থেকে বেতন কমিশনের সুপারিশ কার্যকর করা যায় কিনা, ভেবে দেখবেন। মন্ত্রিসভায় তা অনুমোদন পেয়ে গিয়েছে। বেতন কমিশনের সুপারিশ মেনে মূল বেতন ও মহার্ঘ ভাতার ওপর ১৪.২ শতাংশ বেতন বাড়ানো হয়েছে। এছাড়া ২০১৬ সাল থেকে ৩ বছরে ৩ শতাংশ হারে নোশনাল ইফেক্ট দেওয়া হবে। অর্থাৎ কোন কর্মচারীর মূল বেতন ১০০ টাকা হলে এখন পাওয়া যাবে ২৮০ টাকা ৯০ পয়সা। যদিও রোপা ২০১৯ এবং ডিএ নিয়ে কর্মচারী মহলে ক্ষোভ রয়েই যাচ্ছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.