Header Ads

বাসকর্মীর ‘মানবিক’ মুখ, জরিমানা পুলিশের!


নজরবন্দি ব্যুরোঃ দৃষ্টিহীন বাসযাত্রী রাজেশ ঠাকুর নির্দিষ্ট বাসস্টপেজ ছেড়ে একটু দূরেই দাঁড়িয়েছিলেন বাস ধরার জন্য। ওই দৃষ্টিহীন যাত্রীকে দেখে বাস চালক বাস দাঁড় করিয়ে যাত্রী তুলেছে। শেষে নির্দিষ্ট বাসস্টপেজ থেকে যাত্রী না তোলার কারণে জরিমানা দিতে হল বাস চালককে। ঘটনাটি গত বুধবারের, কলকাতা বিমানবন্দরের দু নম্বর গেটের কাছে। দৃষ্টিহীন বাসযাত্রী রাজেশ ঠাকুর জানিয়েছেন, বুধবার সন্ধ্যের সময় ঘটনাটি। কলকাতামুখী লেনে দাঁড়িয়েছিলেন বাস ধরার জন্য। কয়েকটি বাস নির্দিষ্ট বাসস্টপেজ থেকে ধরতে না পাড়ার কারণে একটু এগিয়ে গিয়ে দাড়াই বাস ধরার জন্য। বালি-করুণাময়ী রুটের একটি বাসে উঠতে গিয়ে বিপত্তি ঘটেছে। কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ নির্দিষ্ট স্টপেজ থেকে যাত্রী না তোলার কারোনে বাস চালককে জরিমানা করেছে। এমন কান্ডে প্রথমে বাসযাত্রীরা হতবাক হয়ে পড়ে। এরপর ওই বাসের যাত্রীরা এবং খোদ দৃষ্টিহীন বাসযাত্রী রাজেশ ঠাকুর কর্তব্যরত ট্র্যাফিক পুলিশকে অনুরোধ করে। কিন্তু ওই কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ নিজের অবস্থানেই অনড় থেকে যান, বাস চালককে জরমানার চালান ধরিয়ে দিয়ে। বাসকর্মীর মানবিক মুখ সমাজে প্রতিফলিত হলেও আইনের শাসন কার্যকর করতে গিয়ে বিপাকে খোদ বিধাননগর পুলিশ কমিশনারেট। ট্র্যাফিক বিভাগের এক পুলিশ কর্তা জানিয়েছেন, ‘বিষয়টি খোঁজ নিয়ে দেখতে হবে।’

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.