Header Ads

ওলা নিয়ে আসছে যাত্রীদের জন্য সয়ংক্রিয় প্রিষেবা

নজরবন্দি ব্যুরোঃ বেশ কয়েক বছর আগে Ola পরিষেবা চালু হয়। তার পরে এই রকম অনেক কোম্পানি তাদের গারি পরিষেবা চালু করে এবং মার্কেট তৈরী করে। এই পরিষেবা পেতে যাত্রীদের একটি এপ্লিকেশন ডাউলোড করে তার মাধ্যমে গাড়ি বুকিং করতে হয়। এই বিষয়টি সকলের কাছেই জানা। যে বিষয়টি জানা নেই সেটি হল, Ola স্বয়ংক্রিয়-ড্রাইভিং পরিষেবা চালু করবে।Zoomcar- কে প্রতিদ্বন্দ্বিতা দিতে Ola ভারতে স্বয়ংক্রিয়-ড্রাইভ পরিষেবা চালু করার ঘোষণা করেছে।Ola-এর তরফ থেকে জানানো হয়েছে যে, ২০২০ সালের মধ্যে ২০,০০০-এর বেশি গাড়ি নিয়ে আসার পরিকল্পনা করেছে Ola কোম্পানি।বর্ত্মানে পরিষেবাটি বেঙ্গালুরুতে চালু হয়ে গেছে। খুব শীঘ্রই এই পরিষেবা নয়াদিল্লি, মুম্বাই ও হাদ্রাবাদে চালু হতে চলেছে। Ola ড্রাইভ কোম্পানির সংযুক্ত গাড়ী প্ল্যাটফর্ম 'Ola Play' এটি সরবরাহ করবে এবং এটিতে জিপিএস, মিডিয়া প্লেব্যাক এবং ব্লুটুথ -এর সুবিধা সহ একটি একটি ৭ ইঞ্চির টাচস্ক্রিন উপস্থিত থাকবে।এবং তার সাথে থাকবে ব্যবহারকারীদের জন্য ২৪/৭ হেল্পলাইন ,তাতক্ষণিক কল এবং রিয়েল তাইম ট্র্যাকিংয়ের জন্য জরুরি পরিষেবাও দেওয়া থাকবে। যাত্রীরা নিজেদের পছন্দের গাড়িটি ২ ঘন্টার জন্য বুক করতে পারবে।এই পরিষেবায় Ola সমর্থন ও সুরক্ষার বিষয় গুলিও অ্যাক্সেস করার সুবিধা থাকবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.