Header Ads

টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত ভারতের। টেস্ট অভিষেক হচ্ছে শাহবাজ নাদিমের।

নজরবন্দি ব্যুরোঃ বাকি দুই টেস্টের মতো রাঁচিতেও টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিলেন ভারত অধিনায়ক। এই টেস্টে বেশ কিছু পরিবর্তন এসেছে ভারতীয় দলে। বিশ্রাম দেওয়া হয়েছে ইশান্ত শর্মাকে, তার পরিবর্তে টেস্টে অভিষেক হচ্ছে শাহবাজ নাদিমের। এই টেস্টের প্রথম একাদশ এই রকমঃ মায়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিংক্যা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমন সাহা, রবিচন্দ্রন অশ্বিন, শাহবাজ নাদিম, উমেশ যাদব, মোহাম্মদ শামি। কুলদীপ যাদবের কাঁধে চোট অনুভব করায় ভারতীয় দলে ডেকে নেওয়া হয়েছিল শাবাজকে।
সকালের পিচ রিপোর্টে বলা হয় সিরিজে অন্যান্য মাঠের তুলনায় এই মাঠে বল বেশি ঘুরবে। সেই মত তিন স্পিনার নিয়েই মাঠে নামছে ভারত। অপর দিকে দক্ষিণ আফ্রিকার হয়ে টেস্টে অভিষেক হতে চলেছে জর্জ লিন্ডের। এছাড়া দলে আরও একটি পরিবরিতন করেছে প্রোটিয়ারা। এইডেন মার্করাম চোটের জন্য ছিটকে গেছেন। তাঁর জায়গাতে ওপেন করতে দেখা যাবে উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক-কে। দক্ষিণ আফ্রিকার প্রথম একাদশ এই রকম, ডিন এলগার, কুইন্টন ডি কক, জুবায়ের হামজা, ফাফ ডুপ্লেসি, (অধিনায়ক), টেম্বা ভাবুমা, হেনরিক ক্লাসেন (উইকেটরক্ষক), জর্জ লিন্ডে, ডেন পিট, কাগিসো রাবাডা,আনরিখ নর্টজে, লুঙ্গি এনগিডি।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.