Header Ads

মহারাজের ইডেনে ঘটতে চলেছে ইতিহাস।

নজরবন্দি ব্যুরোঃ বিসিসিআই এর বোর্ড প্রেসিডেন্ট হতেই সৌরভ গঙ্গোপাধ্যায় ইডেন গার্ডেনে অনুষ্ঠিত ভারত বনাম বাংলাদেশ টেস্ট ম্যাচকে স্মরণীয় করে রাখতে নতুন উদ্যোগ নিয়ে নিলেন। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) প্রসদতাব দিয়েছে গোলাপি বলে দিন রাতের টেস্ট ম্যাচ খেলার জন্য। বিসিবি এই প্রস্তাব গ্রহণ করেছে। বিসিবি পরিচালক তথা ক্রিকেট অপয়ারেশন কমিটির চেয়ারম্যান আক্রম খান বিসিসিআই এর গোলাপি বলে ইডেনে দিন রাতের টেস্ট ম্যাচ খেলার প্রস্তাবের প্রাপ্তি স্বীকার করেছে। আক্রম খান জানিয়েছে, টিম কোচ, ম্যানেজমেন্ট এবং ক্রিকেটারদের সঙ্গে এই বিষয়ে কথা বলতে হবে। অন্যদিকে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছে, দিন রাতের টেস্ট ম্যাচ খেলার জন্য কোচ অধিনায়ক রাজি হলে বিসিবি সবুজ সংকেত দিতে পারবে। ইডেন গার্ডেন্সে ভারত বাংলাদেশ ম্যাচকে স্মরণীয় করে রাখতে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানিয়েছে। ২০০০ সালে বাংলাদেশের টেস্ট অভিষেক হয়েছিল। দুই দেশের ক্রিকেটারদেরও ইডেন টেস্টের দিন আমন্ত্রণ জানানো হয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.