Header Ads

এবার ইডির নজরে প্রফুল্ল প্যাটেল।

নজরবন্দি ব্যুরো: 'মনিলন্ড্রিং' মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) এবার নোটিশ দিল এনসিপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল্ল প্যাটেলকে। ১৮ অক্টোবর প্রফুল্ল প্যাটেলকে ইডির অফিসে গিয়ে হাজিরা দিতে হবে। অভিযোগ, প্রফুল্ল প্যাটেল মুম্বই আন্ডারওয়াল্ডের ডন দাউদ ইব্রাহিমের শাগরেদ ইকবাল মির্চির সঙ্গে হাত মিলিয়ে বিদেশে অর্থ পাচার করেছে। ১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের সময় অভিযুক্ত হিসেবে ইকবাল মির্চির নাম উঠে আসে। যদিও ইকবাল মির্চি এখন মৃত। মূলত রিয়েল এস্টেট ব্যবসার আড়ালে প্রফুল্ল প্যাটেল বিদেশে অর্থ পাচার করেছে, এমনই অভিযোগ আনা হয়েছে ইডির তরফে।
 অভিযোগ, ২০০৫ সালে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল্ল প্যাটেল ইকবাল মির্চির সঙ্গে হাত মিলিয়ে রিয়েল এস্টেট ব্যবসার আড়ালে বিদেশে অর্থ পাচার করে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেন, এটি একটি রাজদ্রোহ। এই দুর্নীতি নিয়ে সোনিয়া গান্ধীকে ব্যাখা দিতে হবে। কারন প্রফুল্ল প্যাটেল ইউপিএ জমানায় মন্ত্রী ছিলেন এবং সোনিয়া গান্ধী ছিলেন ইউপিএ চেয়ারপার্সন। যদিও এনসিপি থেকে দাবি করা হয়েছে, ১৯৭৮ থেকে ২০০৫ পর্যন্ত সংশ্লিষ্ট জমি আদালতের হেফাজতে ছিল। এই জমি ঘিরে দুই ব্যক্তির মধ্যে বিবাদ চলছিল। এই জমির সমস্ত নথি আদালতে রয়েছে। ইতিমধ্যে মহারাষ্ট্রে বিধানসভা ভোটের মহড়া শুরু হয়ে গিয়েছে। ঠিক তার আগে এনিসিপি নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রফুল্ল প্যাটেলকে ইডির নোটিশ মারাঠা রাজনীতিকে তপ্ত করে তুললো।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.