Header Ads

নিছক দুর্ঘটনা নয়, খুনই করা হয়েছে নিমতার দেবাঞ্জনকে।

নজরবন্দি ব্যুরোঃ নিমতার দেবাঞ্জন দাস হত্যাকাণ্ডে এবার উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। নবমীর রাতে বান্ধবীকে তার বিরাটির বাড়িতে নামিয়ে দেওয়ার পরই গুলি করা হয় দেবাঞ্জনকে। এই কাণ্ড ঘটানোর জন্য নিয়োগ করা হয়েছিল সুপারি কিলার।এমন টাই জানতে পেরেছে পুলিশ। দেবাঞ্জনের দেহ পুলিস যখন উদ্ধার করে করে তখন গাড়ির ড্রাইভিং সিটে বসে দেবাঞ্জন। গাড়ির তিন দিকের জানলা বন্ধ। একমাত্র দেবাঞ্জনের সিটের দিকের জানালা খোলা ছিল। দেবাঞ্জনের দেহ পরীক্ষা করে দেখা গিয়েছে দেবাঞ্জনের ঘাড়ের বাঁদিকে ও হাতের বাঁদিকে গুলির দাগ রয়েছে।
 এদিকে, ঘটনার সময় তাঁর বান্ধবী ঠিক কোথায় ছিলেন সেটা জানতে তরুণীর মোবাইল লোকেশন এবং কল ডিটেলসও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। ওপর দিকে দেবাঞ্জনের রহস্যমৃত্যুর ঘটনায় পুলিসের খাড়া করা গাড়ি দুর্ঘটনা ময়নাতদন্তের রিপোর্টে খারিজ হয়ে যায়। এটা স্পষ্ট হয় নিছক দুর্ঘটনা নয় গুলি করেই খুন করা হয়েছে দেবাঞ্জন দাসকে। ময়নাতদন্তে বুলেটের আঘাতের দাগ মিলেছে দেবাঞ্জনের শরীরে। অন্য দিকে দেবাঞ্জন খুনে তাঁর বান্ধবীকে বৃহস্পতিবার আটক করে নিমতা থানার পুলিস। ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। মনে করা হচ্ছে ওই বান্ধবীই এই ঘটনার কেন্দ্র বিন্দুতে রয়েছে।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.