Header Ads

ব্যাঙ্ক ধর্মঘটের ধাক্কায় ব্যাঙ্ক বন্ধ ৬ দিন।

নজরবন্দি ব্যুরো: ব্যাঙ্ক সংযুক্তিকরণ সহ বেশ কিছু ইস্যুতে ব্যাঙ্ক ধর্মঘট ২২ অক্টোবর। দেশজুড়ে এই ধর্মঘটে সামিল হতে চলেছে ব্যাঙ্ক কর্মচারীদের দুটি বড় সংগঠন। ২২ অক্টোবর ধর্মঘটের পরেও সাধারণ মানুষের কাছে ব্যাঙ্কীয় পরিষেবা নিরবিচ্ছিন্নভাবে পাওয়া দুশ্চিন্তার বড় কারণ হয়ে উঠতে চলেছে। ২০ অক্টোবর রবিবার। মাসের চতুর্থ শনিবার ২৬ এবং পরের দিন ২৭ তারিখ রবিবার ব্যাঙ্ক বন্ধ থাকবে নিয়ম মেনে। এরপর ২৮ এবং ২৯ অক্টোবর ব্যাঙ্ক ছুটি, দীপাবলি আর ভাইফোঁটার জন্য।
দীর্ঘ ছুটি পরার কারণে ব্যাঙ্ক কর্তৃপক্ষ গ্রাহকদের সচেতন করতে চাইছে। লম্বা ছুটিতে পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। গ্রাহকেরা এই সময়ে এটিএমের ওপর বেশি করে নির্ভর হয়ে পড়ে। কিন্তু এটিএম পরিষেবায় দীর্ঘ ছুটির জন্য লম্বা লাইনের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেওয়া যায়না। তাই ঝক্কি এড়াতে ব্যাঙ্ক থেকে আগেভাগে নগদ টাকা তুলে নেওয়ারই পরামর্শ দিচ্ছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.