পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির ওপর জোর সওয়াল অধীরের।
নজরবন্দি ব্যুরো: বিজেপি নেতাদের সঙ্গে গলা মিলিয়ে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে মুখ খুললে লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। অধীর চৌধুরী বলেন, 'পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। কেন্দ্র চাইলে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে।' একাধিক বিজেপি নেতা বলেছেন, 'পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করা দরকার।' এবার রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে বিজেপির সঙ্গে গলা মিলিয়ে দিলেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। এই প্রসঙ্গে অধীরের বক্তব্য, রাজ্য বিজেপি নেতার পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চাইছেন। যদি পরিস্থিতি এভাবে খারাপ হতে থাকে তাহলে রাষ্ট্রপতি শাসন জরুরি। কিন্তু প্রশ্ন হল, বিজেপি নেতারা বিষয়টিকে আদৌ গুরুত্ব দিয়ে দেখছেন তো।
' অধীর চৌধুরীর মুখে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে বক্তব্য উদ্বেগের রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে। কেননা এই ইস্যু রাজ্য রাজনীতিতে হাওয়া পেয়ে গেলে হু হু করতে বইতে শুরু করবে। দশমীর দিন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বন্ধুপ্রকাশ পাল নামে এক শিক্ষক সপরিবারে খুন হয়ে গিয়েছে। এই হত্যাকান্ড ঘিরে রাজনৈতিক উত্তাপ বেড়ে চলেছে। কাকতালীয়ভাবে খুনের ঘটনাস্থল বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর লোকসভা কেন্দ্র। সব মিলিয়ে নিজের গড় রক্ষা এবং রাজ্য রাজনীতিতে নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য অধীর চৌধুরীর রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে মন্তব্য।
' অধীর চৌধুরীর মুখে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি নিয়ে বক্তব্য উদ্বেগের রাজ্যের শাসক দল তৃণমূলের কাছে। কেননা এই ইস্যু রাজ্য রাজনীতিতে হাওয়া পেয়ে গেলে হু হু করতে বইতে শুরু করবে। দশমীর দিন মুর্শিদাবাদের জিয়াগঞ্জে বন্ধুপ্রকাশ পাল নামে এক শিক্ষক সপরিবারে খুন হয়ে গিয়েছে। এই হত্যাকান্ড ঘিরে রাজনৈতিক উত্তাপ বেড়ে চলেছে। কাকতালীয়ভাবে খুনের ঘটনাস্থল বহরমপুরের সাংসদ অধীর চৌধুরীর লোকসভা কেন্দ্র। সব মিলিয়ে নিজের গড় রক্ষা এবং রাজ্য রাজনীতিতে নিজের প্রাসঙ্গিকতা বজায় রাখার জন্য অধীর চৌধুরীর রাষ্ট্রপতি শাসন জারি করা নিয়ে মন্তব্য।
কোন মন্তব্য নেই