Header Ads

ছাত্র সংসদ ভোট পুলিশের ছাড়পত্রের অপেক্ষায়।

নজরবন্দি ব্যুরো: রাজ্যে ছাত্র সংসদ ভোট কবে। এই ভোট ঘিরে রাজনৈতিক চর্চার সঙ্গে পুলিশের ছাড়পত্র পাওয়ার বিষয়টি জড়িয়ে গেছে। রাজ্য সরকার সারা রাজ্য জুড়ে ছাত্র ভোটের প্রস্তুতি নিচ্ছে, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী। নবান্নে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন,'রাজ্য সরকার ছাত্র ভোট করাতে প্রস্তুতি নিচ্ছে। শীঘ্রই ছাত্র ভোট নেওয়া হবে।' শিক্ষামন্ত্রী স্পষ্ট করেছেন,'ছাত্র ভোট নিয়ে পুলিশের সঙ্গে কথা বলা হচ্ছে। পুলিশ ছাড়পত্র দিলেই বিঞ্জপ্তি জারি করে দেওয়া হবে।'
ইতিমধ্যে জানা গিয়েছে ছাত্র ভোট হতে চলেছে প্রেসিডেন্সি, যাদবপুর বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয়ে। তবে প্রশ্ন উঠছে ছাত্র ভোট করানো নিয়ে সরকারের 'ধীরে চলো নীতি' সঙ্গে পুলিশের ছাড়পত্র দেওয়ার বিষয়টি। ছাত্র ভোটের ভবিষ্যৎ ঘিরেও দাঁনা বেঁধেছে সংশয়। নির্বাচিত ছাত্র সংসদ না কি কাউন্সিল গঠন কোন পথে এগোবে ক্যাম্পাস রাজনীতি!

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.