Header Ads

নজরে ধোনি; আসরে নামতে চলেছে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ!

নজরবন্দি ব্যুরো: ভারতীয় ক্রিকেটে মহেন্দ্র সিংহ ধোনি এখন 'পহেলি'। ধোনি অবসর নিয়ে নেবেন! চলছে জোর চর্চ্চা। ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপের সময় শেষ দেখা গিয়েছিল মাহিকে উইকেটের পিছনে দাঁড়িয়ে কিপিং করতে। কিন্তু এরপর টিম ইন্ডিয়ার ক্যারিবিয়ান সফর কিংবা দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে ধোনিকে যায়নি দেখা। নভেম্বরে বাংলাদেশ ভারতে সিরিজ খেলার জন্য আসছে। টাইগারদের বিরুদ্ধে সিরিজের দল নির্বাচন বৈঠক হতে চলেছে ২৪ অক্টোবর,  বৈঠকে থাকবে ক্যাপ্টেন বিরাট কোহলি। স্বভাবতই ওই বৈঠকে এম এস ধোনির প্রসঙ্গ উঠতে চলেছে।  ধোনি নিয়ে ক্যাপ্টেন কোহলির মতামত শুনে নিতে চাইবেন নয়া বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তাইএটা বলা যায় বিসিসিআই এর বোর্ড প্রেসিডেন্ট হতেই সৌরভ গঙ্গোপাধ্যায় এবার এম এস ধোনি ইস্যুতে আসরে নামতে চলেছেন, এমনই ইঙ্গিত দিয়ে রেখেছে স্বয়ং  সৌরভ। সাফ জানিয়ে দিয়েছেন, ' নির্বাচকদের কাছ থেকে জেনে নিতে হবে ধোনিকে নিয়ে তারা কি চিন্তা ভাবনায় রয়েছে।' সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, 'এতদিন আমি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলাম না। সব কিছুই আমার কাছে নতুন।  তাই বৈঠকের সময় আমি ধোনির বিষয়ে নির্বাচকদের সঙ্গে কথা বলব।' নয়া বোর্ড প্রেসিডেন্ট সৌরভ জানিয়েছেন,'এম এস ধোনি নিজে কি চাইছে সেটাও দেখতে হবে। ' সৌরভ গঙ্গোপাধ্যায় নিজে যখন টিম ইন্ডিয়ার ক্রিকেটার ছিলেন এবং পরে অধিনায়ক হয়েছিলেন সকল সময়েই টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রাখার ক্ষেত্রে ব্যতিক্রমী চরিত্র ছিলেন। হরভজন সিং টিম থেকে ছিটকে যাওয়ার পরেও মহারাজ টেলিফোনের মাধ্যমে ভাজ্জিকে ফিরে আসার লড়াইতে অক্সিজেন জুগিয়ে ছিলেন। আর সেই সৌরভ গঙ্গোপাধ্যায় টিম ইন্ডিয়ার আদরের 'দাদি' বিসিসিআই এর বোর্ড প্রেসিডেন্ট হয়ে এম এস ধোনির সঙ্গে কথা বলবেন না তা আবার হয় না কি। সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ' হ্যাঁ, নিশ্চয়ই, কথা বলব। আমায় জানতে হবে ধোনি কি চাইছে। কি সিদ্ধান্ত নিতে চলেছে। ' এরপরেই নয়া বোর্ড প্রেসিডেন্ট অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিয়েছে,'আমি যতদিন দায়িত্ব নিয়ে থাকবো, ক্রিকেটারেরাই  প্রাধান্য পাবে।' ফলে টাইগারদের বিরুদ্ধে টিম নির্বাচন ঘিরে বৈঠক শুধুমাত্র সাধারণ একটা বৈঠকি রেওয়াজের মধ্যে সীমাবদ্ধ থাকতে চলেছে এমনটা মোটেও নয়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.