Header Ads

ল্যান্ডার বিক্রম সক্রিয় এখনও, দাবি নাসার।

নজরবন্দি ব্যুরো: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা 'নাসা' চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের হদিশ পেয়েছে। নাসা জানিয়েছে, ল্যান্ডার বিক্রমের লোকেশন ট্র্যাক করা গিয়েছে। মার্কিন গবেষণা সংস্থা দাবি করেছে, ল্যান্ডার বিক্রম এখনও সক্রিয়।
নাসার বিঞ্জানী নোয়াহ পেট্রো জানিয়েছেন, নাসার লুনার রেকগনাইজেশন অরবিটর থেকে চন্দ্রযান-২ এর ছবি ল্যান্ডার বিক্রমের অবস্থান করা একটি ছবি পাওয়া গিয়েছে। ছবিতেই স্পষ্ট ল্যান্ডার বিক্রম সক্রিয় রয়েছে। নাসা জানিয়েছে, ছবিটির বিশ্লেষণের কাজ চলছে।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.