Header Ads

দেশকে বিশ্বকাপ জিতিয়েও ক্যামব্যাকের লড়াই লড়ছে এই ক্রিকেটার!

নজরবন্দি ব্যুরো: ২০১২ সালে অনূর্ধ্ব ১৯ আইসিসি বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেন উন্মুক্ত চাদঁ। ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১১ রানের দুরন্ত ইনিংস লাইমলাইটে নিয়ে আসে উন্মুক্তকে। এরপরেই ভারতের সিনিয়র ক্রিকেটারেরা উন্মুক্তকে নিয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন। ভারতের সিনিয়র টিমে প্রবেশের চাবি চলে আসার সুযোগ তখন শুধু সময়ের অপেক্ষা। কিন্তু হায়! বিধি বাম, টিম ইন্ডিয়াতে উন্মুক্ত চাদঁ চাঁদের দ্যুতি ছড়িয়ে দিতে পারলেন না।

ঘরোয়া ক্রিকেটে দিল্লীর হয়ে প্রতিনিধিত্ব করতেন। কিন্ত দিল্লী দলে স্কোয়াড সুযোগ পাওয়াটাই দুরহ হয়ে উঠলো যুব বিশ্বকাপ জয়ী অধিনায়কের কাছে। শেষবার ২০১৭ সালে দিল্লীর হয়ে ব্যাট হাতে নেমেছিলেন উন্মুক্ত। এখন উত্তরাখন্ডের হয়ে রণজিৎ ম্যাচ খেলে থাকেন, টিমকে নেতৃত্ব দিতে দিতে। নিজেকে ফিরে পাওয়া আর কামব্যাকের লড়াই লড়ে চলেছে ভারতীয় যুব দলের অধিনায়ক উন্মুক্ত চাঁদ।

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.