একাদশ ও দ্বাদশের কাউন্সেলিং এই সপ্তাহে। সব সমস্যা মিটিয়ে নিয়োগ পুজোর আগেই।
নজরবন্দি ব্যুরোঃ হবু শিক্ষকদের জন্য সুখবর শোনাল স্কুল সার্ভিস কমিশন। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে একাদশ ও দ্বাদশে শিক্ষক নিয়োগের কাউন্সেলিং করাতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। আজ সোমবার শূন্যপদের তালিকার বিজ্ঞপ্তি জারি করবে এসএসসি বলে খবর। এবং কাউন্সিলিং হতে পারে আগামী কাল ও পরশু অর্থাৎ ৩ ও ৪ সেপ্টেম্বর। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান জানিয়েছেন তাঁরা খুব তাড়াতাড়ি এই শুন্যপদে শিক্ষক নিয়োগ করবেন।
এছারাও নবম এবং দশম শ্রেণীর কাউন্সেলিং ও শুরু হবে খুব তাড়াতাড়ি। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন স্কুলে বেশ কিছু পদ ফাঁকা রয়েছে প্রধান শিক্ষকের সে গুলিও আগামীতে কাউন্সেলিং করে শেষ করা হবে। তবে উচ্চ প্রাথমিক স্কুলে নিয়োগ নিয়ে পরীক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনা বা দ্বিধা রয়েছে তারও উত্তর দিয়েছেন এস এস সি চেয়ারম্যান। তিনি বলেছেন পুজোর আগে নিয়োগ প্রক্রিয়া এবং উচ্চ প্রাথমিকের প্যানেল প্রকাশের কাজ শেষ হয়ে যাবে। তারপর সরকারের নির্দেশ অনুযায়ী নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার হবে। ফলে অনেক বিতর্ক ও অপেক্ষার পর পুজর আগেই চাকরী পেতে চলেছেন অনেক বেকার যুবক যুবতী।
Loading...
কোন মন্তব্য নেই