“আমরা চাই ওঁর মতো সত্ মানুষ থাকুক” অসুস্থ বুদ্ধবাবু কে দেখে এসে শুভাপ্রসন্ন। এত দিনে বোধোদয়?
নজরবন্দি ব্যুরোঃ ২০১১-য় রাজ্য জুড়ে “পরিবর্তন চাই”-এর ব্যানারে অন্যতম উজ্জ্বল মুখ ছিলেন চিত্রশিল্পী শুভাপ্রসন্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে তত্কালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে কড়া আক্রমণ করেছেন তিনি। ২০১১ থেকে আজ ২০১৯ প্রাক্তন হয়েছেন বুদ্ধবাবু। এখন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর জামানাতেই তিনি পেয়েছেন রেলের স্থায়ী কমিটির পদ। আবার দুর্নীতির অভিযোগে সারদা কাণ্ডে তাঁকে অনেকবার যেতে হয়েছে সিবিআই বা ইডি- র দফতরে। এখন তিনি সেভাবে আর প্রথম সারীতে নেই তৃণমূলী বুদ্ধিজীবীদের দলে।
এহেন শুভপ্রসন্ন দেখতে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অসুস্থ বুদ্ধবাবুকে। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন আগের থেকে একটু ভাল আছেন। এই চিকিত্সা হত না। তিনি কারও সেবা নিতে চান না বলেই বাড়ি যেতে চাইছেন। আমরা চাই ওঁর মতো সত্ মানুষ থাকুক। তাঁর মুখ থেকে এই কথা সোনার পর অনেকেই বলছেন এতদিনে শুভাপ্রসন্নর মনে হয়েছে সেসময় তিনি ভুল করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানো তাঁর উচিত হয়নি। অনুতাপ থেকেই এসব বলছেন। ওনার পরে আরও অনেকেই অনুতাপ করবেন পরে।
Loading...
কোন মন্তব্য নেই