Header Ads

ম্যাচ ফিক্সিং বিতর্কে মুখ খুললেন গাভাস্কার।


নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় ক্রিকেটে ম্যাচ ফিক্সিং বিতর্কে মুখ খুললেন কিংবদন্তী ক্রিকেটার সুনীল মনোহর গাভাস্কার। সম্প্রতি তামিলনাড়ু প্রিমিয়ার লিগ, কর্ণাটক প্রিমিয়ার লিগের ম্যাচে ম্যাচ ফিক্সিং এবং বেটিং এর অভিযোগ উঠেছে। ভারতীয় ক্রিকেটে ম্যাচ ফিক্সিং এর কালো মেঘ নিয়ে এবার মুখ খুলতে দেখা গিয়েছে সানিকে।
সুনীল গাভাস্কার ম্যাচ ফিক্সিং নিয়ে বলেছেন, 'ম্যাচ ফিক্সিং এর ছায়া ক্রিকেটের ক্ষতি করেছে। ম্যাচ ফিক্সিং দুরারোগ্য।' গাভাস্কার বলেন, 'লোভ এমন একটা জিনিস, যেখানে শিক্ষা,পরম্পরা কোন কাজে আসেনা। সুশিক্ষিত, উচ্চশিক্ষিত এবং এগিয়ে থাকা সমাজেও অপরাধীরা বাস করে থাকে। ঠিক একইভাবে ক্রিকেটেও দুষ্ট লোকের অভাব নেই।'
ম্যাচ ফিক্সিং এর মতো দুরারোগ্য রোগের থেকে প্রতিকার নিয়ে সুনীল গাভাস্কার বলেন, 'ম্যাচ ফিক্সিং রোগের প্রতিকার সম্ভব নয়।' তার বক্তব্য, 'ক্রিকেটারদের লোভ সংবরণ করতে হবে। অনেক সময় পরিস্থিতি ক্রিকেট্রদের লোভী বানায়। খেলোয়াড়দের বুঝতে হবে এখান থেকে বেরাবার কোন পথ নেই।'
ম্যাচ ফিক্সিং বিতর্কে ভারতের কিংবদন্তী ব্যাটসম্যান সুনীল গাভাস্কার নৈতিক শিক্ষার পথে হেটে দুরারোগ্য রোগ দূর করার কথা বলে এই বিতর্ককেই উস্কে দিলেন। 

No comments

Theme images by lishenjun. Powered by Blogger.