Header Ads

বোর্ড রাজনীতিতে ফিরে আসতে পারেন শ্রীনি।

নজরবন্দি ব্যুরো: ফের একবার ভারতীয় ক্রিকেটের আঙিনায় নারায়ণস্বামী শ্রীনিবাসনের নাম ঘুরপাক খেয়ে চলেছে। সৌজন্যে ভারতীয় বোর্ড বনাম সিওএ ( সুপ্রীম কোর্ট নিযুক্ত প্রশাসনিক কমিটি) মামলার রায়। রায়ে গিয়েছে বোর্ড কর্তাদের পক্ষে। আর এতেই বোর্ড রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠার প্রভুত সম্ভাবনা দাঁনা বেঁধেছে শ্রীনিকে ঘিরে। রায়ে বলা হয়েছে, সত্তরোর্ধব ব্যক্তি বোর্ড বা রাজ্য ক্রিকেট সংস্থার পদে থাকতে পারবে না, কিন্তু নিজের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ফলে বোর্ড নির্বাচনে ভোট দিতে পারবেন এন শ্রীনিবাসন।
 তামিলনাড়ু ক্রিকেট এসোসিয়েশনের সঙ্গে যুক্ত ছিলেন শ্রীনি। তাই এই রাজ্য ক্রিকেট সংস্থার হয়ে বোর্ড নির্বাচনে ভোট দেওয়ার ছাড়পত্র পেয়ে গেলেন। সূত্র মারফৎ জানা গিয়েছে, ইতিমধ্যে নিজের মেয়ে রুপা গুরুনাথকে সামনে রেখে ভারতীয় ক্রিকেট বোর্ডে নিজের হারানো জমি ফিরে পাওয়ার জন্য ঘুটি সাঁজিয়ে চলেছে এন শ্রীনিবাস।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.