Header Ads

সৌরভের আস্থা ঋষভে।


নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় উইকেটকিপার ঋষভ পহ্নকে ঘিরে ক্রিকেট মহলে সমালোচনার ঝড় বয়ে চলেছে। টেস্টে ঋষভের ব্যাট কথা বললেও টি ২০ এবং ওয়ান ডেতে ঋষভের ব্যাট চুপ করেই ছিল। ১২ টি ওয়ানডেতে ব্যাটিং গড় ২২.৯, মোট ২২৯ রান।  আর ১৯ খানা  টি ২০ ব্যাটিং গড় ২০.৪০, রান  ৩০৬ রান। দায়িত্বঞ্জানহীন শট খেলে নিজের উইকেট ছুঁড়ে দেওয়ায় বারে বারে ঋষভকে সমালোচিত হতে হচ্ছে।
এই নিয়ে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ঋষভ পহ্নের পাশে এসে দাড়িয়ছে। সৌরভ ঋষভকে ভারতীয় দলের 'এক্স ফ্যাক্টর' বলে অভিহিত করে বলেছেন, 'পহ্নকে ব্যাটিং করার জন্য স্বাধীনভাবে ছেড়ে দেওয়া প্রয়োজন। এই প্রসঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক বলেছেন, 'এক্স ফ্যাক্টরের কথা বলা হলে সেটা ঋষভ পহ্ন যার দিকে দেখা যেতে পারে। যখনই ও আউট হয় দেশ উপর নীচে যায়। যদি ওকে ম্যাচ উইনার বানাতে হয় তো ফ্রি ছাড়তে হবে।'
সৌরভ গঙ্গোপাধ্যায় যতই  ঋষভ পহ্নকে টিম ইন্ডিয়ার  এক্স ফ্যাক্টর বলে পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করলেও আসন্ন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে উইকেটের পিছনে ঋদ্ধিমান সাহাকে দেখার সম্ভাবনা বেশ উজ্জ্বল। 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.