প্রাক্তনের মুখে বর্তমানের নিন্দা।
নজরবন্দি ব্যুরোঃ প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলীর প্রশংসা শোনা গেলেও, এবার উল্টো স্রোতে গা ভাসিয়ে দিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। প্রশংসার বদলে সৌরভের মুখে শোনা গেল বিরাটের নিন্দা। প্রাক্তনের মুখে বর্তমানের নিন্দা, ঝড় তুলেছে দেশের ক্রিকেট মহলে।
এখানেই শেষ নয়। সৌরভের সাফ কথা, ' ঠিকমতো সুযোগ পেলে তরুণ ক্রিকেটারেরা নিজেদের আত্মবিশ্বাস পাবে'। শ্রেয়স আইয়ারের উদাহরণ টেনে প্রাক্তন ভারত অধিনায়ক দাবি করেছেন, শ্রেয়সকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে স্বাধীনভাবে খেলতে দেওয়া হয়েছিল। আর এই কারণেই শ্রেয়সের ক্যারিবিয়ান মাটিতে ভাল পারফরর্মেন্স। সৌরভ আশাবাদী,' বিরাট তরুণদের দলে সুযোগ দেওয়ার ব্যাপারে পজেটিভ চিন্তা ভাবনা করবে'। তবে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে কুলদীপ যাদবের নির্বাচিত না হওয়া প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিস্মিত করেছে।
কোন মন্তব্য নেই