প্রায় এক যুগ পর বড় পর্দায় ফিরছেন শিল্পা।
নজরবন্দি ব্যুরোঃ দীর্ঘ অবসরের পর আবার পর্দায় ফিরছেন অভিনেত্রী শিল্পা শেঠি। ছবির নাম “নিকাম্মা”। ২০০৭ এর পর আর তিনি বড় পর্দায় কাজ করেননি। এই কামব্যাক নিয়ে তিনি বলেন, “খুবই ভালো লাগছে আমি আবার নতুন করে ইনিংস শুরু করার চেষ্টা করছি । ছবিটির বিষয় একেবারে অন্য ধরনের এবং এটা একটা ইউনিক প্রোজেক্ট”।
ছবিটি পরিচালনা করেছেন সাব্বির খান। এটি একটি পুরোপুরি রোমান্টিক ছবি। শিল্পা ছাড়াও এই ছবিতে রয়েছেন অভিমন্যু দাসানি এবং শার্লি সেটিয়া। শিল্পাকে নিয়ে পরিচালক সাব্বির খান বলেন, “দর্শক মহলে এখনো শিল্পার বেশ চাহিদা আছে। এছাড়া এ ধরনের একটি ভিন্ন ঘরানার সিনেমার মাধ্যমে শিল্পীও পর্দায় ফিরতে চেয়েছিলেন। তার ইচ্ছে পূরণ করতে পারাটাও আমাদের বড় একটা পাওয়া”। এখন দেখার দর্শকরা এতদিন পর শিল্পা কে কিভাবে নেন।
ছবিটি পরিচালনা করেছেন সাব্বির খান। এটি একটি পুরোপুরি রোমান্টিক ছবি। শিল্পা ছাড়াও এই ছবিতে রয়েছেন অভিমন্যু দাসানি এবং শার্লি সেটিয়া। শিল্পাকে নিয়ে পরিচালক সাব্বির খান বলেন, “দর্শক মহলে এখনো শিল্পার বেশ চাহিদা আছে। এছাড়া এ ধরনের একটি ভিন্ন ঘরানার সিনেমার মাধ্যমে শিল্পীও পর্দায় ফিরতে চেয়েছিলেন। তার ইচ্ছে পূরণ করতে পারাটাও আমাদের বড় একটা পাওয়া”। এখন দেখার দর্শকরা এতদিন পর শিল্পা কে কিভাবে নেন।
কোন মন্তব্য নেই