Header Ads

হিন্দির পর এবার সাঁওতালি ভাষাভাষীদের জন্য নতুন বিশ্ববিদ্যালয়ের ঘোষণা মমতার।

নজরবন্দি ব্যুরোঃ হিন্দির পর এবার সাঁওতালি ভাষায় আরও একটি বিশ্ববিদ্যালয় তৈরির কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কাল বিধান সভায় হিন্দি বিশ্ববিদ্যালয় নিয়ে আইন পাশ হয়। সেখানে মুখ্যমন্ত্রী বলেন “শিক্ষক দিবসে আমরা এই আইন করেছি। এই বিশ্ববিদ্যালয়ে সম্প্রীতি, সংহতি ও একতার প্রতীক হিসেবে গড়ে উঠবে। রাজ্য সরকার সাঁওতালি ভাষাভাষীদের জন্য একটি আলাদা বিশ্ববিদ্যালয় তৈরি করবে”।
তবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন মুখ্যমন্ত্রীর এই বিশ্ববিদ্যালয় গড়ারা পিছনে রয়েছে হিন্দি ও সাওতালি ভাষাভাষীর ভোটব্যাঙ্ক উদ্ধার। হিন্দিভাষী প্রভাবিত কয়েকটি জায়গায় লোকসভা ভোটে ধাক্কা খেয়েছে তৃণমূল। একইভাবে পশ্চিমাঞ্চলে সাঁওতালি ভাষাভাষী প্রভাবিত এলাকায়ও খারাপ ফল হয়েছে তৃণমূলের। সেই কারনেই এই সিদ্ধান্ত।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.