এই প্রথমবার রানু মণ্ডলকে নিয়ে মুখ খুললেন সলমন।
নজরবন্দি ব্যুরোঃ সলমন খান নাকি রানু মণ্ডলকে গাড়ি বাড়ি উপহার দিয়েছেন? এই খবর সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পরে বিদ্যুৎ গতিতে। এই ব্যাপারে পরে রানু কে প্রশ্ন করা হলে তিনি এই উপহারের কথা অস্বীকার করেন। কিন্তু ভাইজানের দিক থেকে কোন পতিক্রিয়া পাওয়া যায়নি এত দিন। সোমবার মুম্বইয়ে জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস সিজন ১৩ লঞ্চিংয়ের অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রানু মণ্ডল কে নিয়ে এই প্রথম মুখ খুললেন সল্লু। তাকে রাণুকে বাড়ি উপহার দেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি হেসে জানান “আরে আমার আর ওনার মধ্যে কিছু নেই ৷ আমার নিজের বাড়ির সমস্যা রয়েছে । আমি নিজে একটি বেডরুমের বাড়িতে থাকি ।
না আমি কোনও বাড়ি দিয়েছে না কোনও গাড়ি”। সলমন আরও বলেন “কেউ আমায় বরবাদ করার জন্য উঠে পড়ে লেগেছে । কেউ বলে আমি গাড়ি দিয়েছি, কেউ আবার বলে আমি গাড়ি দিয়েছি । আমি নিজেই বাড়ি নিয়ে সমস্যায় রয়েছি । গাড়ি তো আজকাল ইএমআই তে পাওয়া যায় । ওনারা নিজেরাই গাড়ি নিয়ে নেবেন”।
কোন মন্তব্য নেই