'স্বচ্ছ ভারত' প্রধানমন্ত্রী কে সম্মানিত করতে চলেছে বিল গেটসের সংস্থা।
অমিত সরকারঃ প্রত্যেক ভারতবাসীর জন্য ফের গর্বের মুহূর্ত৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবারও সম্মানিত হতে চলেছেন বিদেশের মাটিতে৷ বিশ্ব জুড়ে একাধিক দেশে প্রধানমন্ত্রী মোদি তাঁর কাজের জন্য সম্মানিত হয়েছেন৷ আর এবার তাঁকে সম্মানিত করতে চলেছে বিল গেটসের সংস্থা৷ গত সোমবার প্রধানমন্ত্রীর দফতরের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিং ট্যুইট করে একথা জানান।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মানিত হতে চলেছেন স্বচ্ছ ভারত প্রকল্পের জন্যে। এই অভিযানের লক্ষ্য হল, খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করার অভ্যাস থেকে আগামী পাঁচ বছরে দেশকে মুক্ত করা। এই বিশেষ প্রকল্পে অনুযায়ী দেশে ১১ কোটি ১১ লক্ষ শৌচাগার বানাতে ১ লক্ষ ৩৪ হাজার কোটি টাকা খরচ করা হবে। গ্রামীণ ভারতে বর্জ্যকে জৈবসার ও বিভিন্ন ধরনের শক্তিরূপী সম্পদে পরিণত করার জন্য ব্যাপক ভাবে প্রযুক্তি ব্যবহার করা হবে।
দেশের প্রতিটি জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিকে জড়িয়ে যুদ্ধকালীন ভিত্তিতে এই অভিযান চালানো হবে। এ ছাড়াও, এই প্রচেষ্টায় স্কুলশিক্ষক, ছাত্র-সহ গ্রামীণ জনসাধারণের এক বিশাল অংশকে সামিল করা।
সব ঠিক থাকলে আগামী ৫ বছরে ভারতবর্ষ বিশ্বের বুকে দৃষ্টান্ত তৈরি করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্মানিত হতে চলেছেন স্বচ্ছ ভারত প্রকল্পের জন্যে। এই অভিযানের লক্ষ্য হল, খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করার অভ্যাস থেকে আগামী পাঁচ বছরে দেশকে মুক্ত করা। এই বিশেষ প্রকল্পে অনুযায়ী দেশে ১১ কোটি ১১ লক্ষ শৌচাগার বানাতে ১ লক্ষ ৩৪ হাজার কোটি টাকা খরচ করা হবে। গ্রামীণ ভারতে বর্জ্যকে জৈবসার ও বিভিন্ন ধরনের শক্তিরূপী সম্পদে পরিণত করার জন্য ব্যাপক ভাবে প্রযুক্তি ব্যবহার করা হবে।
সব ঠিক থাকলে আগামী ৫ বছরে ভারতবর্ষ বিশ্বের বুকে দৃষ্টান্ত তৈরি করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
Loading...
কোন মন্তব্য নেই