Header Ads

পে কমিশন! "মিথ্যা বলতে যেটুকু জ্ঞান দরকার মাননীয়ার সেটুকুও নেই": মলয়

নজরবন্দি ব্যুরোঃ ২০০৬ সালে বাম সরকার বেতন কমিশনের সুপারিশ পুরোপুরি মেনে নিয়েছিল। ২০০৮ সালের পয়লা এপ্রিল থেকে সেই বেতন কমিশন কার্যকর হয়েছিল। তবে সেই ২৭ মাসের এরিয়ার বিগত সরকার দেয়নি বলে অভিযোগ কর্মচারীদের। যদিও চার কিস্তির মহার্ঘভাতা ২০০৮ ও ২০০৯ সালে তিনটি কিস্তিতে কর্মীদের দিয়েছিল তৎকালীন সরকার। বর্তমান সরকারের আমলে ২০১৬ সালের পয়লা জানুয়ারি থেকে নতুন বেতন কমিশনের প্রস্তাব কার্যকর হওয়ার কথা। (কাজে ফিরলেন সৌমিত্র, শুরু হল "রোমান্স আনলিমিটেড"!) তবে তৃণমূল প্রভাবিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের ফেডারেশন এর বক্তব্য ২৩ তারিখে মন্ত্রিসভার প্রস্তাব প্রস্তাব গৃহীত না হওয়া পর্যন্ত বেতন কমিশনের সুপারিশ পুরোপুরি না জেনে বিষয়টি বলা সম্ভব নয়।
কিন্তু প্রশ্ন উঠছে বকেয়া মহার্ঘ ভাতার কোন ঘোষণা কেন হল না? তা নিয়ে কর্মীদের অনেকাংশে ক্ষোভ দানা বেঁধেছে। অন্যদিকে সেটির বিরুদ্ধে এখনও রাজ্য সরকার কোনো মামলা করেনি কিন্তু কেন্দ্রীয় সরকারের মহার্ঘভাতা তুলনায় রাজ্যের ফারাক থেকেই গিয়েছে। স্যাট এর নির্দেশ অনুযায়ী রাজ্যকে বকেয়া ডিএ মেটাতে হবে এক বছরের মধ্যে। ফলে স্যাটের রায়ের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হওয়া অথবা মেনে নেওয়ার সময় সীমা এখনো পেরিয়ে যায়নি বলে জানাচ্ছে প্রশাসনের একাংশ। এরিয়ার এর ধ্বন্ধ, অন্যদিকে এইচ আর এ নিয়েও ধ্বন্ধে রেখেছেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক একের পর এক বোমা ফেলছেন সোশ্যাল মিডিয়ায়।
পে কমিশন নিয়ে রাজ্য সরকারি কর্মীদের সাথে প্রতারণা করছে সরকার এই মর্মে তিনি লিখেছেন। "পে-কমিশনের ভাঁওতা লক্ষ্য করুন। আমাদের :- স্কেল নং ১] বেসিক ৬৬০০ স্কেল নং ২] বেসিক ৬৭০০ স্কেল নং ৩] বেসিক ৭৩০০
বর্তমান বেতন:- স্কেল নং১] এখন মোট বেতন: বেসিক ৬৬০০+১২৫%ডিএ+ ১৫% এইচ আর এ=মোট ১৫৮৪০ টাকা। ৬ষ্ঠ বেতন কমিশনে ফিক্সেসন করলে তা গিয়ে দাঁড়বে ৬৬০০×২.৫৭=১৬৯৬২ টাকা বা রাউন্ড ফিগারে তা ১৭০০০ টাকা। স্কেল নং২] এখন মোট বেতন: বেসিক ৬৭০০+১২৫%ডিএ+১৫% এইচ আর এ=এখন হাতে পাচ্ছে ১৬০৮০ টাকা। আর ৬ষ্ঠ বেতন কমিশনে ফিক্সেসন করলে তা গিয়ে দাঁড়বে ৬৭০০×২.৫৭=১৭২১৯ টাকা বা রাউন্ড ফিগারে তা ১৭২২০ টাকা। স্কেল নং ৩] মোট বেতন বেসিক ৭৩০০ টাকা+ডিএ ৯১২৫ টাকা+এইচ আর এ ১০৯৫ টাকা। মোট বেতন ১৭৫২০ টাকা।
এবার বলি ৭০০০ টাকা। আমাদের কোনও স্কেল নেই। এটা কেন্দ্রীয় সরকারের ১ নং স্কেল। দিল্লিকে যিনি উঠতে বসতে গাল পারেন, সেই কেন্দ্রীয় সরকারের ১ নং স্কেল কে দেখিয়ে হুবাহু কেন্দ্রীয় সরকারের ৭ম পে-কমিশনের ফর্মূলা গ্রহণ করে, সাঃ মানুষকে বিভ্রান্ত করে বলে দিচ্ছেন ৭০০০ টাকার বেতন এক লহমায় ১৮০০০ টাকা করে দেওয়া হল। তা শুনে সরকারের তাবেদারী করা কর্মচারী সংগঠনের নেতা-কর্মীদেরকে নেতাজী ইনডোর স্টেডিয়াম হাততালিতে কাঁপিয়ে তুলতে দেখা যায়। তাদের ধিক্কার জানানোর ভাষা খুঁজে পাওয়া মুসকিল। দেখছি প্রিন্ট মিডিয়াগুলিও সব জেনেও কিছু জানেন না, এমন ভাব দেখাচ্ছেন। ০১|০১|১৬ পে-কমিশন, ০১|০১|২০ তে হাতে দেবে। কেন তাঁরা প্রশ্ন তুলবে না ৪ বছরের বকেয়া কোথায় গেল? বর্তমান সরকার ৮ বছরে ৯০% মহার্ঘভাতা (বলেছেন ৯৩%) দিয়েছেন।আর বাম সরকার ২ বছরে ৩৫% দিয়েছেন। মোট ১২৫% মহার্ঘভাতা। বেতনেরই অংশ।সেই কারনেই বর্তমান বেতনের সঙ্গে মহার্ঘভাতার সংযুক্তি করণ হয়ে নয়া বেতনের সৃষ্টি হয়। তাই মুখ্যমন্ত্রী যে ৭০০০ টাকার বেতন কে ১৭৯৯০ টাকা দেখিয়েছেন, তার মধ্যে ডিএ পরিমান আছে ৮৭৫০ টাকা। তাহলে নিন্মে দেখুন বেতন বৃদ্ধি কতটুকু হল? ৭০০০ টাকা+৮৭৫০টাকা=১৫৭৫০ টাকা। বেতন বৃদ্ধি মাত্র ২২৪০ টাকা। মনে রাখতে হবে, যে হেতু ডিএ নয়া বেতনে মার্জ হয়ে গেল, সেই কারনেই ডিএ শূণ্য হয়ে গেল।
এবার দেখাই, এই ১৮০০০ টাকার একজন কেন্দ্রীয় কর্মীর আজ তার মোট মাহিনা কত? বেসিক স্যালারি : ১৮০০০ টাকা ডিএ(০১|০৭|১৯)১৭%=৩০৬০ টাকা এইচ আর এ ২৪% =৪৩২০ টাকা পরিবহন ভাতা ( ৬০০+১৭% ডিএ) = ৭০২ টাকা শিক্ষা ভাতা =২০০০টাকা ১|৭|১৯ মোট বেতন =২৮০৮২ টাকা ভাবুন একবার এই রাজ্যের ৭০০০ টাকা কেন্দ্রে তা সংশোধন হয়ে ২৮০৮২ টাকা। এ লজ্জা কোথায় রাখি।" পাশাপাশি অন্য একটি ফেসবুক পোস্টে নাম না করে মুখ্যমন্ত্রীকে রীতিমত আক্রমন করে তিনি লিখেছেন "মিথ্যা বলতে যেটুকু জ্ঞান দরকার মাননীয়ার সেটুকুও নেই।"

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.