প্রয়াত পাক স্পিনার আব্দুল কাদির
নজরবন্দি ব্যুরোঃ য়াত জনপ্রিয় পাক ক্রিকেটার আবদুল কাদির । শুক্রবার লাহোরে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন এই পাক তারকা । মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৩ ।কাদিরের মৃত্যুর খবর পাওয়ার পরই শোকবার্তায় পাক প্রধানমন্ত্রী তথা বিশ্বকাপ জয়ী পাক অধিনায়ক লেখেন, ‘আমি আমার এক ভালো বন্ধুকে হারালামষ যে দীর্ঘদিন পাকিস্তান ক্রিকেটের সেবা করে গিয়েছে। কাদিরের মৃত্যুতে আমি মর্মাহত’।পাকিস্তানের হয়ে তিনি ৬৭ টি টেস্টে ২৩৬ টি উইকেট নিয়েছিলেন এবং ১০৪ টি ওয়ান ডে ম্যাচ খেলে ১৩২ টি উইকেট নিয়েছেন । তিনি ছিলেন স্পিনের জাদুগর ।
Loading...
কোন মন্তব্য নেই