এনআরসিতে নাম না থাকা মানুষদের জন্য তৈরি হচ্ছে ডিটেকশন ক্যাম্প
নজরবন্দি ব্যুরো: ১৯ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে এনআরসি তালিকা থেকে। নিজেদের ভারতীয় নাগরিক হিসেবে প্রমাণ দেওয়ার জন্য হাতে আছে মাত্র ১২০ দিন। বিদেশি ট্রাইব্যুনালে গিয়ে প্রমাণ করতে হবে ভারতীয় নাগরিকত্ব। এই পরিবর্তিত পরিস্থিতিতে মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে এনআরসি তালিকা থেকে নাম বাদ যাওয়া অসমবাসীর। তালিকায় নাম নেই যাদের তৈরি হচ্ছে তাদের জন্য ডিটেকশন ক্যাম্প বা বন্দিশালা। গুয়াহাটি থেকে ২২ কিলোমিটার দূরে তৈরি হচ্ছে এরকমই একটি বন্দিশালা। প্রায় ৩০০০ বন্দিকে এই বন্দিশালায় রাখা হবে।
অসমের গোয়ালপাড়া জেলার মাটিয়ায় এই বন্দিশালা তৈরিতে খরচ হতে চলেছে প্রায় ৪৫ কোটি টাকা। এরকম আরো ১০ টি ডিটেকশন ক্যাম্প বা বন্দিশালা তৈরি করা হবে অসম রাজ্য জুড়ে। বরপেটা, ডিমা, হা অসম, গোয়ালপাড়া জেলায় গড়ে উঠবে এই বন্দিশালাগুলো। এখন অসমে মোট ৬ টি ডিটেকশন সেন্টার বা বন্দিশালা আছে। এগুলি জেলা সংশোধানাগারের ভিতরেই চলছে। ভারত সরকার ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যতক্ষণ না পর্যন্ত বিদেশি ট্রাইব্যুনাল কোন ব্যক্তিকে বিদেশি বলে গণ্য করছে, ততক্ষণ সংশ্লিষ্ট ব্যক্তি সমস্ত ভারতীয় সুযোগ সুবিধা পাবে। কিন্তু ভারত সরকারের এই আশ্বাস সত্ত্বেও আশঙ্কা দিন গুনে চলেছে এনআরসি তে নাম বাদ যাওয়া মানুষগুলো।
Loading...
কোন মন্তব্য নেই