বাংলায় এনআরসি? জেনে নিন কি কি নথি রাখতে হবে সঙ্গে।
নজরবন্দি ব্যুরোঃ আসামের পর বিজেপির দাবী বাংলাতেও হবে এনআরসি। এই এনআরসি নিয়ে সরগরম বঙ্গ রাজনীতি। রাজ্য সরকার এই পক্রিয়ার ঘোরতর বিরোধী। ওপর দিকে বিজেপি রাজ্য সভাপতি বলেছেন বঙ্গে এনআরসি হলে বাদ পড়বে ২ কোটি মানুষ। এই পরিস্থিতিতে জেনে নিন এনআরসি-র জন্য কি কি নথি প্রয়োজন হতেপারে। নথি ১। ১৯৭১-এর আগে ভোটার-তালিকা,২। জমি বা ভাড়া বাড়ির প্রমাণ, ৩। স্থায়ী বসবাসের শংসাপত্র, ৪। শরণার্থী শংসাপত্র,৫। পাসপোর্ট,সরকারি লাইসেন্স,৬। সরকারি চাকরির সার্টিফিকেট,৭। এলআইসি পলিসি, ব্যাঙ্ক বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট, ৮। জন্মের শংসাপত্র, ৯। বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট।
এছারাও কোন ব্যক্তির পূর্ব পুরুষরা ১৯৭১ সালের ২৪ মার্চ পর্যন্ত জন্মের শংসাপত্র ও জমির রেকর্ড থাকলে পাওয়া যেতে পারে পারে নাগরিকত্ব। এছারাও ১৯৭১-এর আগে ভোটার-তালিকায় নাম রেশন কার্ড বা অন্য যে-কোনও আইনগত ভাবে বৈধ সরকারি নথিপত্র থাকলে সে গুলি নাগরিকত্তের প্রমান হিসেবে ধরা হবে।

No comments