Header Ads

এবার পুজোতে আসছে নতুন জুটিতে “সত্যান্বেষী ব্যোমকেশ”। দেখুন টিজার।

নজরবন্দি ব্যুরোঃ আবার বড় পর্দায় আসছে ‘ব্যোমকেশ’। আবির, যীশুর পর এবার ব্যোমকেশের ভূমিকায় পরমব্রত। সঙ্গে অজিত রুদ্রনীল। ছবির নাম “সত্যান্বেষী ব্যোমকেশ”। পরিচালক সায়ন্তন ঘোষাল। 'মগ্নমৈনাক' গল্প অবলম্বনে অঞ্জন দত্তের চিত্রনাট্যে এবার পুজতে রহস্যের ঘনঘটায় হারিয়ে যাওয়া সত্যকে খুঁজে বার করবে নতুন সত্যান্বেষী জুটি। দেখুন ছবির টিজার।


Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.