সিবিআই দফতরে শোভন- বৈশাখী।
নজরবন্দি ব্যুরোঃ বুধবার সিবিআই এর নিজাম প্যালেসে নারদ কান্ডে হাজির হলেন শোভন চট্টোপাধ্যায়। নিজের 'ভয়েস স্যাম্পেল' বা কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য বেলা সাড়ে এগারোটোয় হাজির হয়ে গেলেন কলকাতা পুরনিগমের প্রাক্তণ মেয়র শোভন চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।
হাইকোর্টের দ্বারস্থ হয়ে সিবিআই নারদ কান্ডে ভয়েস স্যাম্পেলের নমুনা সংগ্রহ কররে চলেছে। নারদ স্ট্রিং অপারেশনে দেখা গিয়েছে শোভন চট্টোপাধ্যায় তোয়ালেতে মুড়ে টাকা নিচ্ছেন। সুত্র মারফৎ জানা যাচ্ছে, কেন তিনি এই টাকা নিয়েছিলেন একজন জনপ্রতিনিধি হিসেবে তা জানার চেষ্টা করবে সিবিআই শোভন চট্টোপাধ্যায়ের কাছ থেকে? ইতিপূর্বে শোভনকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা কলকাতার প্রাক্তণ মহানাগরিককে তলব করেছিল।কিন্তু তিনি যাননি।
আগেই রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জী, রাজ্যের প্রাক্তণ মন্ত্রী মদন্মিত্র, সাংসদ সৌগত রায় হাজিরা দিয়েছেন।

No comments