Header Ads

বঞ্চনার অভিযোগে নবান্ন অভিযান; গ্রেফতার বহু কম্পিউটার শিক্ষক!

নজরবন্দি ব্যুরোঃ আবার শিক্ষক আন্দোলনে পুলিশি জুলুমবাজির অভিযোগ। আজ হাওড়া ময়দান থেকে নবান্ন অভিযান করেন কম্পিউটার শিক্ষক রা। সেই অভিযান কে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। অভিযোগ বেশ কয়েকজন কে গ্রেফতার করা হয়েছে।
কিন্তু কেন নবান্ন অভিযান? শিক্ষকদের অভিযোগ সঠিক সময়ে বেতন পাচ্ছেন না তাঁরা। তাঁদের সঠিক সময়ে বেতন দেওয়ার ব্যাবস্থা করতে হবে।
কম্পিউটার শিক্ষকদের দাবি গুলি হল
১) অবিলম্বে ১৯ মাসের বেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং সঠিক সময়ে বেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে।
২) অবিলম্বে হৃত কাজ ফিরিয়ে দিতে হবে
৩) ২০২০ সালের শিক্ষাবর্ষে যে কম্পিউটার শিক্ষক নিয়োগ হবে সেখানে অগ্রাধিকার সহ নিয়োগ করতে হবে।
৪) চাকরিতে ৬০ বছরের স্থায়ী করণ করতে হবে এবং সমস্ত সুযোগ - সুবিধা দিতে হবে।
৫) যে সমস্ত কম্পিউটার শিক্ষক ট্রেনিং করে কর্মহীন হয়ে রয়েছেন, তাদের অবিলম্বে স্কুলে জয়েন করাতে হবে।

উল্লেখ্য এদিন পুলিশ লাঠি চালানো বা কাদানে গ্যাস প্রয়োগ না করলেও বলপূর্বক কম্পিউটার শিক্ষকদের গ্রেফতার করেছে বলে অভিযোগ। নবান্ন অভিযানের অনুমতি থাকলেও পুলিশ তাঁদের মিছিল আটকে দেয় বলে অভিযোগ করেছেন কম্পিউটার শিক্ষকরা।
প্রসঙ্গত, ন্যাশনাল স্কিল ইন্ডিয়া প্রকল্পে ন্যাশনাল স্কিল অর্গানাইজেশন সেন্টার প্রাইভেট লিমিটেড (NSOC) থেকে কয়েকশো ছাত্রছাত্রী ৩ মাসের প্রশিক্ষণ নিয়েছিলো। এর জন্য গুনতে হয়েছিল ৩৫,০০০ হাজার টাকা। কম্পিউটার প্রশিক্ষণের পরেও অর্থ দিতে হয়েছিল প্রশিক্ষণপ্রাপ্তদের। ৬০০ প্রশিক্ষণপ্রাপ্তদের রাজ্যের প্রাথমিক, মাধ্যমিক এবং উচ মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ করা হয়েছিল। এরকমই ৮০০ প্রশিক্ষণপ্রাপ্তদের কোন শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ করা হয়নি। কিছু প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার শিক্ষক নিয়োগের পর বেতন পেলেও পরবর্তী সময়ে বেতন অনিয়মিত হয়ে পড়ে। আবার এই প্রকল্পে কিছু প্রশিক্ষণপ্রাপ্তরা ১৯ মাস ধরে নিয়োগের পরেও বেতন পাননি, বিনা পারিশ্রমিকেই কাজ করে যাচ্ছেন বলে অভিযোগ। 

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.