প্রতারণা মামলায় পুলিশের জিজ্ঞাসাবাদ; 'আমি মমতার মত পালাব না!' মুকুল রায়
নজরবন্দি ব্যুরোঃ রেলে চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা মামলায় আজ ফের মুকুল রায় কে ডেকে পাঠিয়েছিল কোলকাতা পুলিশ। এদিন বেহালার এসিপি অফিসে ডেকে পাঠানো হয় তাঁকে। উল্লেখ্য, বেহালার সরশুনা থানায় রেলে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা বিষয়ে অভিযোগ দায়ের করেন এক ব্যাক্তি। সেই অভিযগের ভিত্তিতে গ্রেফতার করা হয় একজনকে, নাম বাবান ঘোষ। পাশাপাশি একই অভিযগে নাম ছিল মুকুল রায়ের, তাঁর ভিত্তিতেই জিজ্ঞাসাবাদের জন্যে মুকুল রায় কে এদিন ডেকে পাঠান হয়।
তলব অনুযায়ী মুকুল রায় বিকে পৌঁছে যান কমিশনারের অফিসে। সেখান থেকে সাংবাদিকদের সামনে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায় কে। তিনি বলেন "আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মত পালিয়ে যাব না। তদন্তের স্বার্থে পুলিশ যতবার ডাকবে ততবারই আমি আসব।"
৪০ লক্ষ টাকা প্রতারনার অভিযোগের ভিত্তিতে তিনি বলেন, আমার এর সঙ্গে কোন যোগাযোগ নেই, আমি কিছুই জানিনা।"
পাশাপাশি ধৃত বিজেপি নেতা বাবান ঘোষ কে নিয়ে মুকুল রায়ের বক্তব্য, "দলের লোক বলেই জানি কিন্তু ব্যাক্তিগত ভাবে চিনিনা!"
তলব অনুযায়ী মুকুল রায় বিকে পৌঁছে যান কমিশনারের অফিসে। সেখান থেকে সাংবাদিকদের সামনে আক্রমণ শানান মমতা বন্দ্যোপাধ্যায় কে। তিনি বলেন "আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মত পালিয়ে যাব না। তদন্তের স্বার্থে পুলিশ যতবার ডাকবে ততবারই আমি আসব।"
পাশাপাশি ধৃত বিজেপি নেতা বাবান ঘোষ কে নিয়ে মুকুল রায়ের বক্তব্য, "দলের লোক বলেই জানি কিন্তু ব্যাক্তিগত ভাবে চিনিনা!"
Loading...
কোন মন্তব্য নেই